বর্তমানে কিছু অনলাইন সংবাদ মাধ্যম অনেকাংশেই খুব বেপোরোয়া হয়ে উঠেছে। খবরের সত্যতা থাকলেও যাচ্ছেতাই বলে খবরকে আরও বেশি স্পর্শকাতর করে তুলে। নিজেদের নাম কামানো আর টাকা পয়সায় লোভে যা ইচ্ছে তাই বলে সংবাদ প্রকাশ করে বলে আমার মনে হয়। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ ২৪, খবর তরঙ্গ’ নিজেদের ইচ্ছে মত মনের মাধুরী মিশিয়ে যাচ্ছেতাই কথা বলে গেলো। ‘এখানে কোনো সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। বরং তাদের প্রতি দুব্যবহার করে কর্তৃপক্ষ।‘
তাদের বুঝা উচিত যে কোন বিপদজনক কাজ ধীরস্থির ভাবে নিয়ন্ত্রণ করতে হয়। সাধারণ মানুষকে ঢুকতে দিলেই যে সব কিছু খুব সহজে নিয়ন্ত্রণ করা হয়ে যেতো তা কিন্তু নয়। বরং তখন দেখা যেতো সাধারণ মানুষের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে অসুবিধা হতে পারতো। এছাড়া আরও অনেক ধরনের সমস্যাও হতে পারতো। আর কর্তৃপক্ষের দুব্যবহার! এটা নিয়ে তেমন কিছু বলার নেই। তবে কিছু কিছু সময় আছে তখন ভালো কথা বললেও সেটা খারাপ শুনা যায়। আর ঐ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কোন ব্যাপার না, আমি মনে করি। হয়ত তাদের জন্য সেটা করা ছাড়া আর কোন উপায় ছিলও না। তবে হ্যাঁ, কর্তৃপক্ষের যে কিছু ঘাটতি বা অসাবধানতা ছিলও সেটা অস্বীকার করার উপায় নেই। এছাড়া এর আগেও দেখা গেছে কিছু কিছু সংবাদ মাধ্যম এনএসইউ’র সংবাদ গুলো যাচ্ছেতাই বলে প্রকাশ করছে। কিছু কিছু লোকদের কাছে সেটা বিষবৃক্ষের মত মনে হয়। কিন্তু সেটা কেনও, আমরা আদো বুঝতে পারছি না! কেনও তারা তাদের পেছনে লাগলো?!
কোন সংবাদ মাধ্যম বলছে রাত সোয়া দশটায়, কেউ বলছে এগারোটায় আবার কেউ বলছে সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানা গেছে। এরপর সেখানকার জেনারেটর এবং সেন্ট্রাল এসি নিয়ন্ত্রণ কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিশ্চিত করে কিছু জানা যায়নি, কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
তবে আমি মনে করি, যে কোন সংবাদকে বড় এবং আকর্ষণীয় করার জন্য নিজেদের মনগড়া বানানো কথা বাদ দিয়ে, সংবাদের স্বচ্ছতা বজায় রাখা উচিত। তবেই মানুষ সত্যকে সুন্দর ভাবে উপলদ্ধি করতে শিখবে, বুঝতে শিখবে।
আর হ্যাঁ, সেই সকল সুহৃদ যারা নর্থ সাউথকে সাহায্য করতে চেয়েছেন এবং করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর যারা খবর বিকৃত ভাবে প্রকাশ করেছে, তাদের প্রতি নিন্দা জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন