পাশ্চাত্যের ধারা অনুযায়ী আজ (জুন মাসের তৃতীয় রবিবার) বাবা দিবস। যদিও বাবা-মা'কে ভালবাসতে, শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট কোন দিবসের প্রয়োজন হয় না। তারপরেও একদিন না হয় একটু স্পেশালি শুভেচ্ছা জানালাম। এছাড়াও মা’য়ের পাশাপাশি বাবাও যে সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই মূলত এই দিবসটি পালন করা হয়। বাবা হচ্ছেন যিনি ছায়ার মত, শাশ্বত, চির আপন এবং চিরন্তন। যিনি আদর্শ... বাবা'র তুলনা বাবা নিজেই! বাবা দিবসে পৃথিবীর সকল বাবা'দের জন্য রইলো শ্রদ্ধা এবং অফুরান ভালোবাসা।
বিভিন্ন দেশে বাবা'কে বিভিন্ন ভাবে ডাকা হয়। নিচে কিছু নমুনা দেয়া হলঃ
জার্মান ভাষায় বাবা শব্দটি হচ্ছে ফ্যাট্যা।
ড্যানিশ ভাষায় ফার।
আফ্রিকান ভাষায় ভাদের।
জাপানী ভাষায় ওতোসান বা পাপা।
চীনে ভাষায় বা।
ডাচ, কানাডিয়ান ভাষায় পাপা।
ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পাই।
হিব্রু ভাষায় বাবা আব্বাহ্।
হিন্দি ভাষায় পিতাজী।
ক্রোয়েশিয়ানরা ওটেক।
ইন্দোনেশিয়ানরা ভাষায় বাপা কিংবা আইয়্যাহ।
হাঙ্গেরিয়ান ভাষায় আপা, আপু, এদেসাপা (প্রতিশব্দ)।
ইংরেজি ভাষায় ফাদার, ড্যাড, ড্যাডি,পপ, পপা বা পাপা।
একদা হুমায়ূন আহমেদ বলেছিলেনঃ
পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নাই।
তথ্য এবং ফটো কার্টেসীঃ সংগ্রহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন