শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

হুমায়ূনহীন দুই বছর


হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই দু’বছর হয়ে গেছে। দেখতে দেখতেই দুটো বর্ষা চলে যাচ্ছে। এর মাঝেই কতগুলো চাঁদনী রাত চলে গেলো। মনে হচ্ছে সেদিনই তাঁকে দেখেছিলাম শহীদ মিনারে, হাইকোর্ট মাঠে।  সেদিন অনেকের মত আমিও দু’ফোটা জল ফেলেছিলাম চোখের।  কিন্তু এখন বুঝতে পারছি, সত্যিকার ভাবে তাঁকে ভালোবাসতে পারিনি। না হলে হয়ত এতদিনে একবার হলেও নুহাশপল্লী গিয়ে তাঁকে দেখে আসতে পারতাম। তখন হয়ত আবেগেই চোখে জল এসেছিলো।  জানি না...



শেলফে তাঁর বইগুলোর দিকে তাকালেই মনটা ভারি হয়ে যায় অনেক সময়। মাঝে মাঝে বাংলা বাজার গেলেই একবার অন্যপ্রকাশে যাই। দেখে আসি তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলো। অনেক সময় মনে হয় অন্যপ্রকাশে হয়ত হুমায়ূন আহমেদ আছেন। গেলেই দেখতে পাবো।  কিন্তু না, রুম ভর্তি তাঁর স্মৃতিগুলোই আছে... অস্তিত্ব’টা নেই। কিন্তু তারপরেও মনে হয় আমি তাঁকে দেখতে পাই। বই মেলায় অন্যপ্রকাশের স্টলে হুমায়ূন আহমেদ বসে আছেন। সবাই ভিড় করে, লাইন ধরে অটোগ্রাফের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি বিরক্ত হয়ে চলে এলাম। এখন ভালো ভাবেই বুঝতে পারছি, আমার মাঝে সত্যিকার ভালোবাসা’টা ছিলও না। সত্যিকার ভালো আমি বাসতে পারিনি।  দুঃখিত স্যার। আমি কিন্তু এখন আপনাকে খুব ভালোবাসি। অনেকটা স্বার্থপরের মত... মিস ইউ স্যার! 

ফেবু স্ট্যাটাস থেকে নেয়া। লিখতে পারছিনা। চোখ ভিজে উঠছে, এলোমেলো হয়ে যাচ্ছে... :-( 
শিরোনামটাও ধার করা। :-/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন