শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

Dhaka Lit Fest 2015


This is first time I was there. Lit Fest was started since 2011. previously it was known as Hay Festival. i think its a good way to communicate with English literature and meeting with different writers and authors. but few people against it. though we are always divided into groups nationally whatever good or bad. few people says, Lit Fest promoting English literature, English culture. someone added, this is a new package of promoting English literature. I don't think so. i think, its a way of promoting Bengali literature to the English culture. and it will be better for Bengali literature as well as Bengali writers and authors.

বুধবার, ১০ জুন, ২০১৫

Unexpected Dream: A Journey to DuSai


অনেকদিনের ইচ্ছে ছিলও এরকম একটা জায়গা ঘুরে দেখার। সেখানে থাকার, সুন্দর কিছু সময় কাটানোর। খুব অল্প সময়েই অপ্রত্যাশিত স্বপ্নটা ধরা দিলো  জীবনে। এতোটা আশা করিনি।

জায়গাটা এতো সুন্দর যে খুব বেশী বলা কঠিন। সাজানো গোছানো সবুজ প্রকৃতির সাথে মিলিয়ে জায়গাটা। মৃদু শব্দে মিউজিক বাজে প্রতিনিয়ত। হাটার সময়, খাবার সময়, সুইমিং করার সময় পর্যন্ত। খুবই নিরিবিলি, ছায়াঘেরা সবুজে আবৃত। পাশে ছোট লেক-এর মত করা হয়েছে। ইচ্ছে করলে সেখানে বোটিংও করা যায়। সন্ধ্যা হলেই চারদিকে লাইটিং। দেখতে অন্যরকম লাগে তখন জায়গাটা। অন্ধকারের সাথে মিলিয়ে ছোট ছোট আলো জ্বলে পথে পথে। এরকম পথে হাটার অনুভূতিটাও অন্যরকম। খুবই রিলাক্সিং একটা জায়গা।  একান্তে নিজের সাথে, প্রকৃতির সাথে মিশে যাবার জন্য  পারফেক্ট একটা জায়গা।   

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

বিষন্ন দিন


অনেকদিন পর আজ আঝোরে কেঁদেছি। ভুলে গেছি কবে শেষ এভাবে ফুফিয়ে কেঁদেছিলাম। আমি মোটেও কাঁদতে চাইনি এভাবে। কিন্তু আমার আর সইছিলো না। আমি সাধারণ ভাবেই নরম প্রকৃতির মানুষ। তাই অল্পতেই মন খারাপ হয় অনেক।

গতকাল থেকেই ঝামেলা গুলো পিছু ছাড়ছে না। এমনি সেমিস্টার ফাইনাল চলছে। কুইজ, এসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশানের ভীড়ে নিজেকে হারিয়ে খুঁজছি। গতকাল ছিলও একটা প্রেজেন্টেশান এবং একটা ফাইনাল। ফাইনাল নিয়ে যত বেশী টেনশন ছিলও না, তার চেয়ে বেশী টেনশন ছিলও প্রজেক্ট, প্রেজেন্টেশান নিয়ে।  গ্রুপের একজনের দায়িত্বে ছিলও রিপোর্ট আউটপুট এবং স্লাইড বানানো। আমার পক্ষ থেকে যা করার আমি সব তাকে দিয়েছি। সে সব রেডি করছে। মাঝে মাঝে ফোনে খোঁজ নিচ্ছি। সে কাজ করছে। সব ঠিকঠাক মত হয়ে যাবে।

সোমবার, ২ মার্চ, ২০১৫

A Day at the Dhaka Zoo, Mirpur


আজকে খুবই চমকার এবং ব্যস্ততম একটা দিন কাটালাম। চমকার হচ্ছে এজন্য যে, সকাল থেকে দুপুর পর্যন্ত Dhaka Ahsania Mission (মহিলা মিশন) এর অধীনে থাকা কিছু এতিম বাচ্চাদের সাথে ঘুরাঘুরি, ছবি তোলা, খাওয়া দাওয়া এবং আনন্দময় কিছু সময় কাটানো। এই প্রথম অনেক এতিম বাচ্চাদের খুব কাছে যাবার সুযোগ হল।  খুব ভালো লেগেছে। এতিম বাচ্চাদের দিকে তাকালে অনেক খারাপ লাগে। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কে তাদের দেখাশুনা করছে, কার সাথে তারা তাদের কষ্ট, ভালোলাগা, মন্দলাগা শেয়ার করছে... কিভাবে একেকটা দিন পার করছে, নানা রকম ভাবনা মাথায় ঘুরে!

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

আমার স্মৃতির বিষাদ গণিকারা



অসাধারণ একটি বই। নব্বই বছর বয়সী এক যুবকের আত্মকাহিনী নিয়ে রচিত বইটি। তার নব্বইতম জন্মদিনকে ঘিরে সমস্ত কাহিনীতে উঠে এসেছে তার সারা জীবনের অনেক স্মৃতিকথা।  তার নিষঙ্গ জীবনের কথা। সারা জীবনে সে সত্যিকার ভাবে সে কাউকে ভালোবাসতে পারেনি। তাই তার নব্বইতম জন্মদিনে তার ইচ্ছে হয়েছিলো উঠতি বয়সী কুমারী’কে ভালোবাসার।  তার এই প্রবল ইচ্ছাই তাঁকে তার ভালোবাসার কাছে নিয়ে গিয়েছিলো। খুব আগ্রহের সাথে বইটি পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে। 

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস’কে আমি জানতাম না। মার্কেস মারা যাবার পরই তাঁকে জানলাম।  তার নিঃসঙ্গতার একশো বছর এবং আমার স্মৃতির বিষাদ গণিকারা এই দুটো বই পড়ে শেষ করেছি। অসাধারণ তার লিখা। যত পড়ছি তত মুগ্ধ হচ্ছি এবং তার ভক্ত হয়ে উঠছি।

শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

রিয়েল লাইফ জোক্স

নতুন বছর শুরু হয়ে গেলো। কিছু একটা লিখবো করেও লিখতে পারছিলাম না। অবসর সময় কাটাচ্ছি যদিও। ভার্সিটিও বন্ধ। ঘুরাঘুরি, গান শুনা, বই পড়া, মুভি দেখে সময় পার করছি। হরতাল অবরোধে বাসায় বসে থাকতেও বিরক্ত লাগে।  তাই মাঝে মাঝে বের হয়ে যাই। এদিক ওদিক ঘুরাঘুরি করি। ঘুরাঘুরির মাঝেই শান্তি পাই। মাথায় তেমন কোন চিন্তা কাজ করেনা। নতুন নতুন অনেক কিছু দেখা যায়। পুরনো জিনিস গুলোও খারাপ লাগে না।  যাই হোক, এবার শুরু করলাম রিয়েল লাইফ জোক্স দিয়ে।

এক ভদ্র লোক অফিস শেষে বাসায় ফিরবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে একটা বাসে মাথা গোজার ঠাই  করলেন।  বাস ভর্তি মানুষ। কোন রকমে উঠেই মহিলা আসনের সামনে দাঁড়ালেন। ভদ্র লোকের একটা বদঅভ্যাস তিনি খুব নড়াছড়া করেন। এক জায়গায় স্থির থাকতে পারেন না।