রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

উনসত্তর থেকে পঁচাত্তর


উনসত্তরের গণঅভ্যুথানের সময় থেকে পঁচাত্তরের বাঙালী জাতীয়তাবাদের মৃত্যু পর্যন্ত ঘটনাবলীর ব্যক্তিগত স্মৃতিচারণ এই বইটি। অনেকটা দিনলিপি বা নিজের ডায়েরী লিখার মত।

বইটিতে তুলে ধরা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পুর্ববর্তী কিছু সময় এবং পরবর্তী সময়ের বিভিন্ন প্রেক্ষাপটমুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কমবেশি অনেকেই জানি। তবে এর মধ্যে কতটুকু সত্য সেটা আমাদের অনেকেরেই মনে শঙ্কা। সে হিসেবে এটি ভিন্নধর্মী।

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

বেলা শেষে


বেলা শেষে কথাটা শুনতেই কেমন একটা ভালো লাগা কাজ করে। হয়ত দুঃখ আপন বলে। তবে দুটো শব্দের মাঝেই রয়েছে গভীরতা। সেটাই বা কজন বুঝতে পারি। শুরুতেই বলতে হয় অসাধারণ একটা মুভি। আমার দেখা ভালো লাগা মুভির তালিকায় এটা যুক্ত হল নতুন করে। সম্পর্ক যে কি জিনিস এটা খুব ভালো করে দেখানো হয়েছে। জীবনের অনেক সময় পাশে থেকেও বুঝা যায়না অন্যের ভালো লাগা, খারাপ লাগা।