শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

বেলা শেষে


বেলা শেষে কথাটা শুনতেই কেমন একটা ভালো লাগা কাজ করে। হয়ত দুঃখ আপন বলে। তবে দুটো শব্দের মাঝেই রয়েছে গভীরতা। সেটাই বা কজন বুঝতে পারি। শুরুতেই বলতে হয় অসাধারণ একটা মুভি। আমার দেখা ভালো লাগা মুভির তালিকায় এটা যুক্ত হল নতুন করে। সম্পর্ক যে কি জিনিস এটা খুব ভালো করে দেখানো হয়েছে। জীবনের অনেক সময় পাশে থেকেও বুঝা যায়না অন্যের ভালো লাগা, খারাপ লাগা।
জীবনের শেষ সময়ে এসে যদি সে হিসেব মেলানো হয় তাহলে সেটা কখনোই মেলানো সম্ভব নয়। তখনই দেখা যায় সব কিছু কেমন কেমন মনে হয়। ইচ্ছে করে সব ছেড়ে কোথাও চলে যেতে। এছাড়া দেখানো সত্যিকার সম্পর্ক গুলো যে অনেক সময় সহজেই জটিল আকার ধারণ করে। মুলত অভিমান, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়ন, পারিবারিক বন্ধন নিয়েই মুভিটি তৈরি করা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্না ঘোষ, স্বাতিলেখা সেনগুপ্ত, মনামি ঘোষ সহ বাকিরা সবাই খুব সুন্দর করে উপস্থাপন করেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার পছন্দের একজন অভিনেতা। যেখানে সৌমিত্র, অনুপম একসাথে আছে সেখানে ভালো না লেগে উপায় নেই। সবশেষে মুভির পরিচালকদের কথা না বললেই নয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিত রায় দুজনেই পরিচালক হিসেবে বেশ ভালো।  ছবির গান গুলো অসাধারণ হয়েছে। স্পেশালি শেষ বেলায় এবং অবশেষে কেনও গান দুটো।

অনেকদিন একটু লিখালাম। মনে হচ্ছে সব গুলিয়ে ফেলছি। মুভিটা এতোই ভালো লেগেছে যে না লিখে পারিনি। 
আলগা দিচ্ছি সুতো
পালিয়ে যাওয়ার ছুতো
রাখলে মনে ভালো
কে ফিরে তাকালো
ওই কপালের দাগে
অনেক বছর আগে
ছিলাম তোমার পাশে
পুরনো অভ্যাসে
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে
দুরে হেঁটে চলে গেছি রোজ
ওভাবে কেন ডাক আমাকে


ওভাবে কেনো- অনুপম রয়  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন