বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

রাঙ্গামাটির দেশে


সুযোগ পেলেই ঘুরে বেড়াই নদী, সাগর, পাহাড় কিংবা ভিন্ন কোন শহর ছুটে চলি নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রকৃতির কাছে কাপ্তাই লেক,কর্নফুলি নদী পুরো রাঙ্গামাটিকে আচ্ছন্ন করে রেখেছে। অথবা বলা যায় পুরো কাপ্তাই লেক, কর্ণফুলি নদী ঘিরে আছে রাঙ্গামাটি। আঁকাবাঁকা সরু রাস্তা ঘিরে আছে উঁচুনিচু পাহাড়।  আর পাহাড়ের কোল ঘেঁষে ঘুমিয়ে আছে শান্ত জলেরা। লেকের জলে ভেসে বেড়ায় ছোট বড় নৌকা। এছাড়া পাহাড় ঘেঁষে গড়ে উঠেছে নানা জনগোষ্ঠীর বসবাস।
দেখা যায় শ্বেত শুভ্র সফেদ মেঘ। শরতের নীল আকাশ পাহাড়কে করেছে আরও উজ্জ্বল। আর লেক হয়েছে আরও বর্ণিল, উজ্জ্বল্য। যেখানে রয়েছে পাহাড়, নদী আর আকাশের অপুর্ব মিলনমেলা। আছে নানা প্রজাতির গাছ-গাছালি, পাখি। ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্কৃতি, আছে অবারিত সবুজ, শান্ত জল আর একান্ত কিছু সময়।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন