বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

এলোমেলো ভাবনা


ধুসর পৃথিবীটা এখন মাঝে মাঝে মলিন মনে হয়। এলোমেলো ভাবনায় হিজিবিজি কথা, ভাবনায় এনে দেয় হাজারো সুরের ঝংকার। একসময় অনেক কিছুই ভালো লাগত। এখন আর আগের মত কিছুই ভালো লাগে না। সব কিছু মনে হয় প্রবঞ্চনা। সেই চেনা সুরও অচেনা মনে হয়। ভালবাসার রঙ্গিন স্বপ্ন গুলোয় ছায়া পরে গেছে। এখন সেই স্বপ্ন গুলকেও শুধু ধুসর মনে হয়। কবে তাদের মুক্তি দিতে পারবো, আমি জানি না। আমি কবে খুঁজে পাবো আমার হারানো সুর। আর সেই সুরে আমি হারাতে চাইবো। কেমন করে হারাতে হয় আমি জানি। তাই খুব তাড়াতাড়ি মনে হয় হারাতে পারবো।


আমি পাগল হলে মনে হয় ভালোই হত। মাঝে মাঝে ভাবতামও কেমন করে পাগল হওয়া যায়। শুনেছি পাগলদের নাকি অনুভূতি থাকে না। আমিও অনুভূতি শূন্য একটা মানুষ হয়ে যেতে চাই  কোন কিছুই আমাকে স্পর্শ করবে না। কি আবোল-তাবোল বকছি এতক্ষণ। আমার মাথাটা কেমন যেনো এলোমেলো গেছে। আমি মনে হয় সত্যি এলোমেলো হয়ে গেছি। মাঝে মাঝে ইচ্ছে করে জীবনটাকে গুছিয়ে ফেলবো। কিন্তু বার বার পরাজিত হয়ে সব কিছুই এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত কিছুই করা হয় না। আমার পরাজিত স্বত্বারাই আমাকে আপন মনে করে বুকে জড়িয়ে নেয়।পরিশেষে সব কিছুই এলোমেলো.......:P 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন