সোমবার, ২ জানুয়ারী, ২০১২

নিস্তব্ধ রাতের এলোমেলো কথন


ইদানিং লিখতে বড্ড আলসেমি লাগে। কিছুই লিখতে ইচ্ছে করে না। বরং সময় কেটে যাচ্চে নীরবে, অগোচরে। সব কিছুতেই অবসাদ! সব কিছু অল্পতেই এলোমেলো হয়ে যায়। জীবনটা মনে হয় এমনি এমনি-ই কেটে যাবে! রাতের অন্ধকার গ্রাস করেছে সব কিছুকে। কোথাও নেই কোন কোলাহল। রাতের এই নির্জনতায় আছে শুধু বিষাদ মাখা অন্ধাকার আর আমি। নিকষ কালো মেঘের আধারে আমার ছেড়া সপ্নেরা জাল বুনে। ব্যস্ততার দোহাই দিয়ে আমার স্বপ্ন গুলো সব ঝিমিয়ে পড়েছে। নীস্তব্ধ নীরবতায় সব কিছু থমকে আছে। হঠাৎ কিসের যেনো শব্দ!! মনে হয় কেউ কাদঁছে। এ যেন নির্জনতার কান্না! ঠিক আমার কান্নার মতই। আমি নির্বাক!! নির্জন পৃথিবী, নিষ্প্রান পৃথিবী, কোথাও নেই কোন কোলাহল। আছে অন্ধকার ঘেরা বিষাদের প্রসাদ। আমি জেগে আছি শুধু সেই সময়ের অপেক্ষায়..........!!


হঠাৎ খুব এলোমেলো লাগছিলো। কেনও, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একটা গান খুব শুনছিলাম।

মেঘে মেঘে আকাশ দিবো পাড়ি
স্বপ্নে ছোঁব তোমার মনকড়ি
স্বপ্নে যদি না পাই তোমার দেখা
হাওয়ার ভাঁজে লিখবো মনের কথা

বাঁধনহারা রাতের ধ্রুবতারা
বদলে দেবে জীবন ছন্নছাড়া
মেঘ ঘুরঘুর আকাশপথের বাঁকে
শুনতে পাবে নাম ধরে কে ডাকে

চরকাকাটা অইনা চাঁদের বুড়ি
ছুঁয়ে দেবে দুষ্টু মেঘের পরি
মেঘের মেয়ে সঙ্গে যাবে হেঁটে
ডাকবে তোমায় জলের পদ্মকেটে

সুরঃ বাপ্পা মজুমদার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন