সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

বিষণ্ণ আবেগ....!


অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম আমার উপর দিয়ে ছোটখাটো একটা ঝড় হবে। তাই এটা-সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করেছিকিন্তু হলো না… ! যা হবার নয় তাই হল! আমার যেমনটা হতে চলছে তেমনটা আমি মোটেও চাইনা, চাইনি কখনও। নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি দিন দিন! এই জীবন আমি চাইনা...! 


আমি খুবই এলোমেলো হয়ে গেছি। আমার কেন যেনো কোন কিছু ভালো লাগেনা! অনেকদিন ধরে জীবনটা এভাবেই চলছে। আমার কোন কিছুই মন দিয়ে করা হয় না! কোন কাজেই মনোযোগ আসেনা! আমি কী হবো, আমি কী করবো ক্যারিয়ারেআমি কিছুই জানিনাআমি আমার যোগ্যতা নিয়ে শঙ্কায় আছি। আমি পারছিনা এই দু:স্বপ্নের মাঝে বেচে থাকতেইচ্ছে করছে পালিয়ে চলে যাই কোথাও, এই লোকালয় থেকে বহু দুরে যেখানে আমার চেনাজানা মানুষগুলো কেউ থাকবে না। তাহলে যদি কিছুটা মুক্তি পাওয়া যেত...!

ইচ্ছে করে জীবনটাকে নিয়ে স্বপ্ন দেখতে, ইচ্ছে করে দূর নীলিমায় হারিয়ে যেতেইচ্ছে হয় আমার প্রিয় মানুষদের নিয়ে আনন্দ করে গল্পে মেতে থাকিইচ্ছে করে ভাই-বোন বন্ধুরা মিলে সুন্দর স্বপ্নময়তায় ডুবে থাকি। কিন্তু আমার হয়ে উঠছে না কোন কিছুই। এই জীবনের প্রতি আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। এ জীবন আমি চাইনা...! 

আমি মনে হয় পাগল হয়ে গেছি সত্যি সত্যি..! কোন কিছুই আমাকে স্পর্শ করছে না..!
সত্যিই আমি অনুভূতিহীন হয়ে গেছি..! আমি আর পারছিনা......!! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন