আজকেই দেখলাম এয়ারটেল প্রযোজিত টেলিফিল্ম ‘অরুণোদয়ের তরুণদল’ পরিচালনা করেছেন সামির আহমেদ। এছাড়া এখানে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী। টেলিফিল্মটির নাট্যরূপ দিয়েছেন ফুয়াদ নাসের। টেলিছবিতে ছিলও চারটি গান। টেলিছিবিটির আবহসংগীত এবং সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন অর্ণব। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, কিসলু এবং শাহেদ আলী। পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আসিফ, স্পর্শিয়া, আরাবী, আফজাল এবং রিমন।
বাংলাদেশের ইতিহাসে প্রতিবারই দেখা গিয়েছে যে শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাড়ানোর আন্দোলনে সবার আগে এগিয়ে এসেছে তরুণরাই। শোষকরা যতই অত্যাচার চালাক না কেন, তরুণদের বাধা দেওয়ার ক্ষমতা কারো মধ্যে ছিলোনা। বায়ান্নোর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভূত্থান আর তারপর একাত্তরের স্বাধীনতা যুদ্ধ; প্রত্যেক সময়ে সবার আগে মাথা উঁচু করে এগিয়ে গিয়েছে এদেশের তরুণরা। আর সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই তৈরি করা হয়েছে টেলিফিল্ম “অরুণোদয়ের তরুণদল”।
বাংলাদেশের মানুষের কাছে এটাও অনেক বড় একটা উদাহরণ। কারণ,আমাদের দেশের মানুষকে কিভাবে নীরবে শোষণ করছে এদেশের কিছু কুচক্রী লোক তার অনেক কিছুই এখানে বুঝানো হয়েছে। এছাড়া তরুণদের যে নিজস্ব একটা সত্ত্বা আছে, এখানেই তার অনেক বড় একটা প্রমাণ। এতেই আমরা বুঝতে পারি, আমাদের তরুণ সমাজ চাইলেই অনেক কিছু পারে। তারা চাইলেই এই দেশটাকে বদলে দিতে পারে। খুব তাড়াতাড়ি সম্ভব না হলেও এক সময় অনেক কিছুই করবে এই দেশের তরুণ সমাজ। তবে এতে সবার অংশগ্রহন জরুরী। সবাই যার যার নিজের স্থান থেকে চেষ্টা করতে হবে। যদি এখন থেকেও শুরু করা যায়, খুব বেশী সময় লাগবে না। হয়ত বর্তমানে আমাদের চেষ্টাটা খুবই নগণ্য। কিন্তু এই নগণ্য চেষ্টাই বড় কিছু পাওয়ার পূর্বাভাস। জয় হোক তারুণ্যর।
http://www.youtube.com/watch?v=DkpQCQkSiLw প্রতিধ্বনি শুনি
http://www.youtube.com/watch?v=QMwRa1JiqlI&feature=related মন মেলেছে ডানা
http://bdmusic24.com/tag/bangla-natok-2 ফুল লিংক
http://bdmusic24.com/tag/bangla-natok-2 ফুল লিংক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন