সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

বিচ্ছিন্ন যাতনার বহিঃপ্রকাশ


আমি কষ্ট একদম সহ্য করতে পারি না। আমার যেটা ভালো লাগে না, আমি যেটা চাই না সেটাই আগে হয়। কারো চোখের পানি দেখলেই আমারও চোখে পানি চলে আসে। কারণে অকারণে নিজেই কেঁদে ফেলি। কষ্ট গুলো কেনও এমন!! কষ্ট গুলো কেনও কষ্ট দেয়। ইদানিং মনে হচ্ছে, আমি কষ্টের বেড়াজালে আটকা পড়েছি। মনে হয় আমার সব কিছু ঘিরেই কষ্ট! যেনও কষ্টকে ঘিরেই আমি। আবার মনে হয়, আমার সব কিছু ঘিরেই কষ্টরা! কোন কিছুতেই মন বসাতে পারছি না। কোন কারণ ছাড়াই কিছু ভালো লাগে না। লাইফের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে সত্যি নিজের প্রতি নিজের করুণা হয়। এভাবে সময়গুলো কাটাতে হবে কখনো চিন্তাই করিনি। আগের কথাগুলো মনে হলে আরও বেশী কষ্ট লাগে। নিজেই নিজের কাছে সান্ত্বনা খুঁজে বেড়াই। কিন্তু সে সান্ত্বনা চোখের জল ফেলেই শেষ হয়।

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

Love quotes



“Love built on beauty, soon as beauty, dies.”
John Donne  

“Love is composed of a single soul inhabiting two bodies.”
Aristotle 

“There is no remedy for love but to love more.”
Henry David Thoreau 

“Don’t forget to love yourself.”
Soren Kierkegaard 

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

আমার দিন আমার রাত



দিন যায় দিন আসে। কিভাবে কেটে যায় এক একটি দিন, বুঝতে পারি না! কিভাবে বুঝবো, আমি তো আর সবার মত নয়। আমি সবার থেকে একটু হলে আলাদা। সত্যি আমি কেমন যেনও হয়ে গেছি। সব কিছুই কেমন জানি মনে হয়। কোন কারণ ছাড়াই কোন কিছু ভালো লাগে না। আমি বুঝতে পারি না কিছুই! তাই অনেকে আমাকে পাগল বলে, গাধা বলে। আমি এগুলোতে কোন আপত্তি করিনা। কারণ, কারো কাছে যদি মনে হয় আমি তেমন তাহলে এখানে আমার কি করার আছে। তাই আমিও তাতে সায় দেই। সে কথা আজকে আর বলছি না, ভালো লাগছে না সে কথা বলতে। অন্য কোন দিন সুন্দর করে বর্বণা দিবো আমি কেমন!

এই তো সন্ধ্যায় পড়া শুরু করেছিলাম জাফর স্যারের রাতুলের দিন রাতুলের রাত বইটা।   বইটার নাম অনুকরণ করেই আমি শিরোনাম দিলাম। সেটা হয়ত আগের লাইনটা পড়েই বুঝা যাচ্ছে। তারপরেও বলে দিলাম! কিছুক্ষণ আগেই শেষ করলাম বইটা। অসাধারণ লাগলো বইটা।

শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

নব আনন্দে জাগো



শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, বাংলা দিনপঞ্জিকায় ১৪১ সালের প্রথম মাসের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের রেশ কাটতে না কাটতে-ই সকলের অপেক্ষা নতুন বছরকে ঘিরে। বসন্ত কালের শেষ সূর্যাস্তের সাঙ্গেই অতীতের ভুল ত্রুটি আর ব্যর্থতারগ্লানি নিয়ে মহাকালের স্রোতে বিলীন হয়ে গেছে ১৪১সাল। সূর্যোদয়ের সহিত নবজীবনের উজ্জল বার্তা নিয়ে জাতীয় জীবনে ফিরে এসেছে আবহমান বাংলার প্রিয় উৎসব, বাংলা নববর্ষ। ঋতুর বিচিত্র রূপে রূপবতী আমাদের প্রিয় মাতৃভূমি এ বাংলাদেশ। ষড়ঋতুর চাকা ঘুরতে ঘুরতে আবার এসেছে বৈশাখ! বাঙ্গালী ঐতিহ্যের প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বৈশাখের প্রথম দিনটিকে বরণ করে নিতে প্রকৃতি যেন সাজে অপরূপ রূপে। সকলের-ই প্রাণে বেজে ওঠে এসো হে বৈশাখ, এসো এসো...। সকল পেশার প্রতিটি মানুষের মনে জেগে ওঠে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের পরশ। ১৪১ সালের পহেলা বৈশাখের এই মহেন্দ্র ক্ষণে সকলের প্রতি রইলো নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

বৃষ্টিভেজা একটি দিন



আজ ঘুম থেকে উঠেই দেখি চারদিকে অন্ধকার। অনেক দিন দুঃসহ গরমের পর একটু স্বস্তির বৃষ্টি হল। নগরীতে ও প্রকৃতিতে জেগেছে প্রাণের সঞ্চার। বৃষ্টিভেজা দিন বরাবরের মতমনকে ভিজিয়ে আমায় উদাস করে দিয়ে যায়! তবে আজকে লিখতে বসার একমাত্র কারণ হলো কিঞ্চিৎ মন খারাপের। সারা দিন টুকটাক কাজে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। নেটে বসেই একজনের সাথে চ্যাট করছিলাম। অনেক কথাই হল। ভালোই লাগছিলো। কিন্তু হঠাৎ কেনও জানি খারাপ লেগে উঠলো। মনটা খুব খারাপ হয়ে গেলো। তারপর আর কোন কিছুই ভালো লাগছিলো না!!

ইদানিং নিজেই নিজের মাঝে হারিয়ে যেতে বসেছি। কিছু কিছু জিনিস থেকে মুক্তি পেতে চাইছি। কিন্তু যত মুক্ত হতে চাই, ততই জড়িয়ে পড়ছি। কেন যে এমন হয়!! ইদানিং আরেকটা সমস্যা প্রকট আকার ধারণ করছে। অল্পতেই সব ভুলে যাই।