সোমবার, ১৫ জুলাই, ২০১৩

যদি পারতাম!


যদি পারতাম!
একবার পাখির ডানায় ভর করে 
উড়ে যেতে দূরে কোথাও ... 
ছোট ছোট বসতিগুলো পেছনে ফেলে,
ডানা মেলে ওই সবুজ ঘাসের উপত্যকায়,
কালচে মেঘে ঢাকা আকাশে, 
ক্লান্ত শরীর জুড়ানো ঠাণ্ডা বাতাসে...

জনমানবহীন...
হ্যাঁ, সেই সবুজ ঘাসের উপত্যকায়, 
নেই কেউ দেখার ...
নেই কেউ শোনার ...
শ্বাস নিতাম শিশির ভেজা সবুজ ঘাসে...
তাকিয়ে কালো মেঘেদের রাজ্যে... 

ফিরে যেতাম আবারও, 
সেই সবুজ ঘাসের উপত্যকায়, 
শুধু আমি... 
একা আমি... 

Courtesy: Shuvro bhaia

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন