বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

দিনলিপি

সকাল’টা শুরু হয়েছিলও বৃষ্টি দিয়ে,  ঠিক শেষ’টাও বৃষ্টি দিয়েই হচ্ছে। সব মিলিয়ে আজকের আবহাওয়াটা আমার জন্য বেশ ভালো ছিলও। যদি অনেকেরই জন্য ছিলও ভোগান্তির। বিশেষ করে অফিসিয়াল মানুষদের জন্য। আমি নিজেও ভুগেছি কিন্তু বেশ উপভোগও করেছি। কখনো ঝমঝমানো, আবার কখনো ঝিরঝিরে বৃষ্টি। এই আছে তো এই নেই। কয়েকবার ভিজে আবার শুকিয়েছি। তারপর আবার ভিজেছি। বেশ মজা লেগেছে...

এছাড়া আজকে হাতির ঝিলের পরিবেশ’টাও ছিলও চমকার এবং নিরিবিলি। বৃষ্টি থাকায় মানুষজন ছিলও না বেশি।  অন্যান্য দিনে  বিকেলে মানুষের জন্য হাটা যায় না।  তাই আমি সাধারণত ঝিলের পাড়ে যাই রাতে। বাসার কাছে হওয়ায় এই সুবিধাটা পাচ্ছি। যখনই ইচ্ছে হয় যেতে পারি। যেমনটা পারিনা পছন্দের ধানমন্ডি লেকে! তবে ব্যাপার হচ্ছে ইদানিং হাতির ঝিলে ইঁদুরের এতো উপাত, যা খুবই যন্ত্রণাদায়ক। ভয়ে ঘাসের উপর বসা যায় না। কখন কোন দিকে দৌড় দেয়! :P এছাড়া আজকের বৃষ্টিতে পানির পচা দুর্গন্ধটা অনেকটাই কমে গেছে। অন্যদিন ময়লা পানির পচা দুর্গন্ধ বাতাসে চারদিক ভেসে বেড়াতো। যা খুব অস্বস্তিকর...  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন