মাঝে মাঝে কারণে অকারণে মন খারাপ হয়..বিক্ষিপ্ত হয়। তখনই হয়ত ইচ্ছে করে
কোথাও হারিয়ে যেতে.. দুরে কোথাও! একবারে হয়ত সম্ভব হয় না কিন্তু কিছু সময়ের জন্য
হলেও চাই সব সময়। ইট পাথরের এই শহরে কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তারপরে
সিদ্ধান্ত হল উত্তরায় দিয়াবাড়ি যাবো। শুনেছি জায়গাটা খুব নিরিবিলি... হাটার জন্য, একটু ফ্রেশ বাতাসের জন্য উত্তম জায়গাটা। আসলেই জায়গাটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি। চারদিকে সবুজে আচ্ছাদিত। আমরা দু'জন হাউজ বিল্ডিং থেকে হাটা শুরু করেছি। বলতে গেলে পুরোটা রাস্তাই হেটে
গিয়েছি। ঝিরিঝিরি বৃষ্টির সাথে চমতকার বাতাস ছিলো। হাটতে গিয়ে আমাদের মধ্যে তেমন
ক্লান্তি ছিলো না। জায়গাটায় দেখার মত তেমন কিছু নেই কিন্তু তারপরেও জায়গাটা অনেক
সুন্দর। হেটে বেশ ভালো লেগেছে.. শান্তি লেগেছে। কিন্তু শেষ পর্যন্ত সময়ের কারণে আর
হাটা সম্ভব হয়নি। অনেক'টা বাধ্য হয়েই রিক্সায়
করে ফিরেছি। মন'টা খুব ভালো না হলেও
কিছুটা সময় শান্তিতে ছিলাম...
''তুমি আমার নয়তো সুখ
তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো
বেদনার মত নয় রঙা
জীবনের সব কথা নয়
আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দু'বাক্য নয়
সে তো ভালবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তুমি বললে আজ দুজনে
নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে
নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি
লাল রঙা স্বপ্ন আকব।
তুমি চাইলে আজ দুজনে
সাত রঙা প্রজাপতি ধরবো
নোনাবালি চরেতে এক সাথে
আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলীর আলো আধারিতে ঊর্মির সাথে দুজনা
নীলের বুকে আজ হারাবো।''
~শুন্য
ছবি কৃতজ্ঞতাঃ রাফা
তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো
বেদনার মত নয় রঙা
জীবনের সব কথা নয়
আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দু'বাক্য নয়
সে তো ভালবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তুমি বললে আজ দুজনে
নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে
নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি
লাল রঙা স্বপ্ন আকব।
তুমি চাইলে আজ দুজনে
সাত রঙা প্রজাপতি ধরবো
নোনাবালি চরেতে এক সাথে
আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলীর আলো আধারিতে ঊর্মির সাথে দুজনা
নীলের বুকে আজ হারাবো।''
~শুন্য
ছবি কৃতজ্ঞতাঃ রাফা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন