সোস্যাল স্টিগমা একটি মানসিক রোগ। যা কোন কিছুর ভয় বা উদ্বেগের কারণে হয়। জনস্বাস্থ্যের জরুরী অবস্থা যেমন করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব কোন কোন সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য চাপের সৃষ্টি হয়েছে। কোন রোগ সম্পর্কে মানুষের ভয়, উদ্বেগ, স্থান বা জিনিসগুলোর প্রতি সামাজিক স্টিগমা বাড়ে।
কোভিড-১৯ এর সাথে সম্পৃক্ত স্টিগমা তিনটি কারণে হতে পারেঃ
১. এটি এমন একটি রোগ যা নতুন এবং এর অনেক কিছুই এখনো অজানা।
২. আমরা প্রায়শই অজানা থেকে ভয় পাই।
৩. এই ভয়কে অন্যদের সাথে সম্পৃক্ত করে ফেলা সহজ।