হে মানুষ! কিসের অহংকার করো? দেখা যায়না,
অথচ কত শক্তিশালী। রাগ-ক্রোধ বুঝা যায়না, কিন্তু খুনে পারদর্শী। চলছে যুদ্ধ, নেই কোন
অস্ত্রের ঝনঝনানি। বোমারু বিমানের সাঁই করা আওয়াজ নেই, নেই কোন নিউক্লিয়ার বোমার
বিকট শব্দ। অথচ সারা বিশ্ব আজ কম্পিত, বিহব্বল, জানে না তাদের মুক্তির উপায় বা সম্বল।
তাহলে কিসের অহংকার করো তুমি, কি আছে তোমার গর্ব করার, হে মানুষ! এরপরেও তুমি হয়ে
থাকবে অন্ধ-বধির? মানবেনা সত্যকে, খুঁজবেনা মুক্তির পথ? এখনো সময় আছে নিজেকে শুধরাবার।
অনুসূচনা নিয়ে ধর্ণা দাও স্রষ্টার কাছে, একমাত্র তিনিই পারেন উদ্ধার করতে।"
ড. মুহাম্মাদ
আল-ফারুক
প্রাক্তন
অধ্যাপক
ইউনিভার্সিটি
অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন, ইউএসএ
কোয়ারেন্টিনে করণীয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন