শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

সোস্যাল স্টিগমা | Social Stigma | Covid-19

সোস্যাল স্টিগমা একটি মানসিক রোগ। যা কোন কিছুর ভয় বা উদ্বেগের কারণে হয়। জনস্বাস্থ্যের জরুরী অবস্থা যেমন করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব কোন কোন সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য চাপের সৃষ্টি হয়েছে। কোন রোগ সম্পর্কে মানুষের ভয়, উদ্বেগ, স্থান বা জিনিসগুলোর প্রতি সামাজিক স্টিগমা বাড়ে।

কোভিড-১৯ এর সাথে সম্পৃক্ত স্টিগমা তিনটি কারণে হতে পারেঃ
১. এটি এমন একটি রোগ যা নতুন এবং এর অনেক কিছুই এখনো অজানা।
২. আমরা প্রায়শই অজানা থেকে ভয় পাই।
৩. এই ভয়কে অন্যদের সাথে সম্পৃক্ত করে ফেলা সহজ।


সোস্যাল স্টিগমার প্রভাবঃ
সোস্যাল স্টিগমা সামাজিক সংহতিকে নষ্ট করে।
১. স্টিগমা অসুস্থতাকে গোপন করতে সহায়তা করে।
২. তাৎক্ষণিক সেবা গ্রহনে নিরুৎসাহিত হয়।
৩. স্বাস্থ্যসম্মত আচরণবিধি মেনে চলতে নিরুৎসাহিত হয়।

এজন্য প্রয়োজন নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা ও পরামর্শের প্রতি আস্থা তৈরি করা।




তথ্য সূত্রঃ ঢাকা আহ্‌ছানিয়া মিশন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন