ভালোবাসি তারে, যে যতন করে
তুমি নির্ভরতা, তুমি মমতা, তুমি-ই ‘মা’
দূর গাঁয়ে ফেলে আসা মায়ের মুখ। মায়ের স্নেহ ছায়ায় বেড়ে উঠার সুখ, মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা কিংবা আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস পেরিয়ে দূরে পাড়ি জমানো মায়ের স্মৃতি। এসবই কি আমায় পোড়ায় প্রতিনিয়ত! হু হু করে উঠে বুকের ভেতরটা......:(
‘মা’ প্রতিদিন সকালে হাত পেতে রাখ
আকাশের সব নীল এনে দিবো
পথিবীর সব সুখ এনে দিতে না পারলেও
সব দুঃখ তাড়িয়ে দিবো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন