শহরে জীবনের যান্ত্রিকতায় জীবন আজ যান্ত্রিক হয়ে গেছে। ঈদের কারণে গ্রামে আসা হল। এমনেই মাঝে মাঝে গ্রামে আসা হয়। তারপর ও সব সময় সব কিছু ভালো ভাবে উপলদ্ধি করা যায় না। কিন্তু এই বার দারুণ একটা জিনিস খুব খুব উপলদ্ধি করেছি। সেটা হল ভোরের হাওয়া!!! ঈদের পরদিন ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ শেষ করলাম। তারপর ভোরের হিমেল হাওয়া গায়ে লাগাতে একটু বাইরে হাটাহাটি। কি সুন্দর বাতাস!!! কত দিন যে এই রকম বাতাস অনুভব করিনি। আমার শরীর ঠাণ্ডা হয়ে গেছে সাথে সাথে। এর মধ্যে আবার হালকা হালকা শীত ও লাগছে। ওফ!! দারুণ এক অনুভুতি। যারা সকাল বেলার এই বাতাস অনুভব করেনি তারা বুঝবে না। দারুণ দারুণ!!! অন্য রকম এক অনুভুতি......:)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন