অদ্ভুত এক বিকেল। অদ্ভুত তার রঙ। দুপাশে বিস্তীর্ণ মাঠ। চারদিকে সব জনশূন্য। তখনই সে মাঠে সারা আলোটা ছড়িয়ে পড়ল। আমি দেখছি আবাক হয়ে!!! আমার সাথে কেমন জানি মিলে যায়। আমার সমস্ত শরীর জুড়ে সেই আলো ছড়িয়ে পড়েছে। আর আমি হারিয়ে যাই নীলিমার নীলে, ভেসে বেড়াই নীলিমার নীল মেঘেদের সাথে। নীল কণ্ঠ পাখিরা গান গাইছে, আমার অবাক কাণ্ড দেখে!!! ঠিক তখনই আবার জেগে উঠল সন্ধার নীল তারা। সব মিলিয়ে আমি নীলিমার নীলে একাকার......... :)
শুভেচ্ছা সবাইকে......:)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন