শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

ঈদের খুশি



গত এক মাস ছিল সংযমেরআল্লাহর সান্নিধ্য লাভের আশায় রোজা পালন করেছে কোটি ধর্মপ্রাণ মানুষঘরে ঘরে, মসজিদে-মক্তবে করা হয়েছে কোরআন খতমইবাদত-বন্দেগির পাশাপাশি ছিল ঈদ উপলক্ষে সবার জন্য নতুন পোশাক সংগ্রহের চেষ্টানিজের আর প্রিয়জনের জন্য সাধ্যমতো পোশাক-আশাক কেনাসবশেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে বহু কষ্টে বাড়ি ফেরার আয়োজনপুরো একটি মাস যেন আবর্তিত হয়েছে এই ঈদকে ঘিরে


অনেক আনন্দ আছে, উপভোগ করা যায়- আনন্দের মাঝে বিলীন হওয়া যায়, কিন্তু লিখে তার ভাব প্রকাশ করা যায় না। ঈদতেমনই একটা আনন্দ। বিশেষ করে মুসলমানদের কাছে এবং আরো নির্দিষ্ট করে আল্লাহ-সচেতন মুমিনদের কাছে। ঈদুল ফিতর মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে এ কাঙ্ক্ষিত ঈদ। পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এদিনটি উপভোগ করেন প্রত্যেক মুসলমান ধর্মাবলম্বী।

ঈদের আনন্দে অনেকেই পোস্ট দিচ্ছেন। কিন্তু আমি কি দিব ভেবে কুল পাচ্ছি না। তারপর ব্লগারদের দেখা দেখি একটা পোস্ট না দিয়ে পারলাম না। খুব চিন্তা করেও এমন একটা ঈদের স্মৃতি মাথায় আনতে পারলাম না, যেদিন খুব আনন্দ হয়েছিল। সত্যি কথা হচ্ছে, এখন আর কেউ নতুন নতুন টাকার নোট দেয় না। এছাড়া ঈদের কাপড় কিনা থেকে শুরু করে পড়া পর্যন্ত ছোট বেলায় যেমন আনন্দ পেতাম, এখন আর আগের মত ফিলিংসই আসে না। কেমন যেনো সব বিলীন হয়ে গেছে। সব কিছু কেমন কেমন লাগে। কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ______:(

সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন