নিঃসঙ্গ পথিক আমি
একাকী পথে হেঁটে চলি
সেই নিঃসঙ্গতার মৌন সুরে
কি যেন খুঁজে ফিরি
অন্তবিহীন বেজে চলি
অনন্ত বেদন-বাঁশি
দিশেহারা সেই আমি
চোখজুড়ে শুধুই স্বপ্ন
শূন্যহাতে- আঁধার রাতে
সেই স্বপ্নালু চোখে
যেতে যেতে অবশেষে
আত্মমগ্ন-সৌম্য-শান্ত-স্তব্ধ-লীন
বিস্মৃতির অতল গহীনে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন