আজকের সকালটা খুব সুন্দর ছিলো। মেঘলা মেঘলা আকাশ। ঠান্ডা একটা পরিবেশ। আকাশটা দেখতে ভালোই লাগছিলো। নরমালি এতো সকালে ঘুম থেকে উঠা হয় না। যদিও অন্য কোন কারণে দেখার সোভাগ্য হল। তারপরেও...... ফোনের শব্দেই সকালে ঘুম ভেঙ্গেছিলো। বলল যে, আমি ওখানে আছি তুমি তাড়াতাড়ি এসো। খুব তাড়াতাড়ি করে বের হলাম। আধা ঘণ্টার মধ্যেই পোঁছলাম। তারপর এক ঘণ্টার মধ্যেই কাজ প্রায় শেষ। ঠিক সেই শেষ মুহূর্তেই বৃষ্টি!!! কি যে ভালো লাগছিলো, বলে বুঝাতে পারব না!!
সুখে যন্ত্রণা এই ঠিকানা বাঁচবার
আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই, বারে বার।।
যদিও অনেক মন খারাপ করা পরিবেশ ছিলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো। কারণ এতো দিনের গরমে পুরাই অতিস্ট হয়ে গিয়েছিলাম। বৃষ্টিটা থেমে থেমে আসছিলো। তারপরেও ভালো লাগছিলো। একটু দেখার পর আর ভাল লাগছিল না। মনে হচ্ছিল কাউকে অনেক মিস করছি। একটু ছুঁয়ে এলাম আমার স্মৃতির পাতার সেই অজানা সেই পথে। স্মৃতির পাতায় রাখা মলিন ছবি গুলো ছুঁয়ে যায় আমার অপূর্ণ স্বপ্নকে। ইচ্ছে করছিলো হারিয়ে যাই, হারিয়ে যাই দূর কোন পথে...........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন