বর্ষার দুরন্ত গতিবেগ শেষে শরতের আবির্ভাব। শুভ্র জস্না আর ফুলের সুষমা নিয়ে শরতের অভিষেক। শরতের সিন্ধ শ্যামলিমা সমগ্র প্রকৃতিকে এক অপরূপ সাজে সজ্জিত করে তোলে। শরতের রোদের খরতাপে শুকিয়ে হলুদ বর্ণ নিয়েছে কাশ ফুলের জীর্ণ ডাল, দিগন্ত জোড়া সাদা ধবধবে অবারিত কাশ বন, কাশ বনের ফাঁক দিয়ে দূরের শরতের মেঘমুক্ত নীলাকাশের প্রতিচ্ছবি, বাংলার অতি পরিচিত কচুরিপানায় ভরা খালের দু'কোলজুড়ে সাদা কাশফুলের ঝোপ দেখতে কি মায়াময়ই না লাগে। কবির ভাষায়,
নদীর ধারে কাশের বন
মেয়ের কানে কাশের ফুল
ফুল নয়তো কানের দুল
শেষ বিকেলে কাশের হাওয়ায়
মন ভরে গো কী যে পাওয়ায়''
শরতের এই মনমাতানো ধবধবে সাদা কাশ ফুলের শুভেচ্ছা সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন