আজকাল দুয়ার খুলে দিনের আলো দেখতে ইচ্ছে হয় না। দিন শেষে বিকেলের নিস্তেজ সূর্যের মিষ্টি আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়াতে মন চায় না। মন চায় না জোসনা রাতে গুন গুনিয়ে গান গাইতে। এখন মধ্য রাতে বৃষ্টি হলে আমার কাঁদতে ইচ্ছে করে। আর তোমাকে ভীষণ মনে পরে। মনে পরে সেই পুরনো কথা গুলো,
তুমি বলেছিলে বৃষ্টি ভালবাস
ভালবাস বৃষ্টির কোমল, কঠিন ভালবাসা
ভালবাস বৃষ্টির কোমল, কঠিন ভালবাসা
ঠিক আছে, একদিন আমিই না হয় মেঘ হব
আকাশ কালো করে আসব একদিন
আকাশ কালো করে আসব একদিন
ঝরে পড়ব অবিশ্রান্ত ধারায়.
তোমার শৈশবের খেলার উঠোনে, তোমার কৈশরের খেয়ালী মনে
উথাল পাথাল ঢেউয়ে ভাসাবো তোমার হৃদয়, আর ডুবাবো
একদিন আমিই না হয় মেঘ হব।।
সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে নিঃস্ব মনে হয়!! কার স্মৃতি আমাকে এতটা অনুভূতিহীন করে গেছে, তা কি তুমি জানো ? তুমি কি কখনো অনুভব করেছ, আমার মুখের সেই সুন্দর হাসি কার জন্য ? মনে হয় না !! যদি তুমি বুঝতে তাহলে আমার এলোমেলো জগতটাকে আরও বেশি এলোমেলো করে দিয়ে এত দূরে চলে যেতে পারতেনা। এ আমার ভাগ্যের নির্মম পরিহাস। তবুও তোমায় ভালবাসি….