বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

বিপন্ন গণতন্ত্র



পৃথিবীতে সবার আগে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল এথেন্সে। খ্রিস্টপূর্ব পাঁচ শতকে সলোন থেকে পেরিক্লিস পর্যন্ত সংস্কারকগণ অভিজাততন্ত্রের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবং রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে যে ব্যবস্থা পাকা করেছিলেন চরিত্র বিচারে বিশ্ববাসী একে গণতন্ত্র নামে আখ্যা দেয়। অনেক পরে আমেরিকায় আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের উদ্বোধন করেন তাতে জনগণকেই রাষ্ট্রের প্রধান নায়ক বানিয়েছিলেন। সরকার পরিচালকরা জনগণের সেবক মাত্র। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্র একটি অবিভাজ্য শব্দ ও ধারণা। এর আগে ও পরে কোনো শব্দ জুড়ে দিলে তা আর গণতন্ত্র পদবাচ্য হয় না।

রবিবার, ২১ আগস্ট, ২০১১

একলা পথিক



অনেকক্ষণ ধরে আকাশটাকে দেখছি। এই শহরে অনেক না থাকার মাঝে এই একটা জিনিস আছে। আকাশ দেখতে পারার পূর্ণ স্বাধীনতা! বৃষ্টি আজ ঘন জাল ঝড়াবে এই শহরে। পুরো শহর জুড়ে চাদর টেনেছে মেঘেরা! তছনছ করে দেবে সব। নিশ্চুপ এই ক্ষণে, ছায়া ছায়া এই ঘরে, একা আমি জানালার এপাশে বসে ঝুম বৃষ্টির অপেক্ষা করছি। এইতো এলো বুঝি! শোঁ শোঁ বাতাসে ভেজা গন্ধ পাচ্ছিজানালার পর্দাগুলো পতপত করে উড়ছে। অবশেষে প্রতিক্ষিত বৃষ্টি এলো, আকাশ ভেঙ্গে। সমস্ত শহর যেন ভেসে যাচ্ছে। ঝম ঝম ঝরছে। এ যেন আমি ঝরছি, নির্মমরুপে ঝরছে আমার নিঃসঙ্গ হওয়ার স্বাধীনতা!


শনিবার, ২০ আগস্ট, ২০১১

হারিয়ে যাওয়া শৈশব


শৈশব' মানুষের জীবনে এক দুরন্ত অধ্যায়ের নাম। এ সময় এটা সুতাছেঁড়া ঘুড়ির পিছু দৌড়াতে দৌড়াতে যেমন পার হওয়া সম্ভব তেপান্তর, তেমনি গোয়েন্দা পুলিশের মতো একটা ফড়িংয়ের পিছু নিয়েও কাটিয়ে দেওয়া সম্ভব সকাল-দুপুর। কি মধুর সেই শৈশব।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

মধুর ভালবাসা



ভালবাসা ছোট্ট একটি শব্দ। যার মাধ্যমে মানুষ তার সব কথাকে একটি ফ্রেমে আবদ্ধ করতে পারে। ভালবাসা শব্দটি প্রত্যেক মানুষের জীবনের সাথেই জড়িত। ভালবাসা হচ্ছে মানুষের আবেগ ও মানবিক অনুভুতি। বিশেষ কোন মানুষের জন্য শক্তিশালী বহিপ্রকাশই হচ্ছে ভালবাসা। ভালবাসার অনুভুতি একেক জনের একেক রকম। তাই ভালবাসা বিভিন্ন রকম হতে পারে। তবে ভালবাসা যার যার অন্তর দর্শনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আবার ভালোবাসাকে বিপরীত দিক থেকে চিন্তা করলে ঘৃণার সাথেও তুলনা করা যায়। তখন বিষয়টা আরও জটিল হয়ে যায়। কারণ, ভালবাসায় যৌন ও শারীরিক লিপ্সা দুটি বিষয়। এখানেও মানবিক দিকটাই বেশি গুরুত্ব বহন করে।

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না



চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনির..মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোখা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবাইকে ছেড়ে না ফেরার দুনিয়ায় চলে গেলেন তারাএভাবে চলে যাওয়াটা কি মেনে নেয়া যায়? কোনভাবেই না..এভাবে আর কত?

নিজেদের ক্ষেত্রে সফলতার সর্বোচ্চটুকু দেখিয়েছেন এ মানুষগুলোএ মানুষগুলো.নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে দেশের নাম ছড়িয়ে দিয়েছেন দেশের বাইরেআরো কত কিছুই না দেবার বাকি ছিলো আমাদের এ দেশটাকে। আমরা হারালাম অনেক কিছুই, সত্যিই অনেক কিছুনা ফেরার দেশে গিয়ে এ মানুষগুলো আমাদের অনেক কিছু থেকেই বঞ্চিত করলো। তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।

এ দায় কার? প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমরা হারাচ্ছি অনেকগুলো মানুষকে
এসবের কি কোন প্রতিকার নেই? কে দেবে এর জবাব

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

My Favorite Movie

My Heart will go on 


Therere many movies I have seen. I love Romantic Drama Flims. Titanic is one of my favorite Romantic Drama movies. Titanic is a very gorgeous movie. It is an eternal Love story. In 1997 Titanic movie was Released. Titanic was Directed by James Cameron on a disaster of the biggest ship of the world in britain. Therere many starring this movie such as Leonardo Dicaprio, Kate wins-let, Billy Zane, Frances Fishers etc. I like Leonardo Dicaprio. He is really good actor. I like the song of Titanic by celion Dion. Titanic is really heart touching song and this is one of my favorite songs. I love this song. At first time when I saw this movie, Really I was really crying and I was very shocked. So I love this move.

বিশ্ব আদিবাসী দিবস




আজ মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস বরাবরের মত এবার ও নানা কর্মসূচি নিয়ে দিবসটি পালন করা হবে। দিবসটি পালিত হলেও আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নিবরং দিন দিন তাদের উপর জুলুম-নির্যাতন, ধর্ষণ, জমি দখল, নির্যাতন বেড়েই চলেছেধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করতে হচ্ছে তরুণীরা। 

আদিবাসী সম্প্রদায় অধিকাংশই গরীবভূমিহীন দিনমজুরশিক্ষার আলো প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো প্রবেশ করেনিঅনেক ক্ষেত্রে সভ্যতার ছোয়া লাগলেও এখনও পুরুষ আদিবাসীরা লজ্জা নিবারনের জন্য তারা কোন রকম পোশাক পরিধান করে থাকে। 

শনিবার, ৬ আগস্ট, ২০১১

বন্ধু দিবস



বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডের ইতিহাস:
প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করা হয়১৯১৯ সাল থেকে শুরু হয় এ দিবসউদ্যোক্তা ছিলেন, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় হলমার্ক কার্ডস এর প্রতিষ্ঠাতা জয়সি হলতার এ ধারাবাহিকতায় ক্রমেই মানুষ আগস্ট মাসের প্রথম রবিবার পালন করে আসছিল ফ্রেন্ডশিপ ডেএরপর যুক্তরাষ্ট্র কংগ্রেস ১৯৩৫ সালে আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের প্রথম রবিবার ঘোষণা করলো ফ্রেন্ডশিপ ডে হিসেবেতারপর থেকে এটি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বেযা বর্তমানে আমাদের বাংলাদেশেও সবাই পালন করেএকজন বন্ধু শুভেচ্ছা জানায় অন্য বন্ধুকে হেনরি এডামস বলেছিলেন, বন্ধু কখনো তৈরি হয় না, জন্মায়।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

স্বস্তির বৃষ্টি

আজ শুক্রবার। বাংলা শ্রাবণ মাসের ২১ তারিখ। আষাঢ়-শ্রাবন দুই মাস বর্ষাকাল। এই বছর বর্ষাকাল প্রায় শেষের পথে কিন্তু কাঙ্খিত বৃষ্টি নেই এই বছর। তারপরে ও বর্ষা আমাদের প্রাণের ঋতু। এই বর্ষায় আমাদের প্রানে জাগে স্বস্তির সঞ্চার।

মেঘলা আবহাওয়ায় দিনের শুরু আর সারা দিনের বৃষ্টিতে দিনটা ভালোই কাটল। তাও আবার ছিল ছুটির দিন। আর অবশেষে প্রচণ্ড খরতাপ আর ভ্যাপসা গরম শেষে নগরে কিছুটা স্বস্তি পাওয়া গেল। খাঁ খাঁ রোদ আর প্রচণ্ড গরমে দীর্ঘদিন অতিষ্ঠ থাকার পর আজকের বৃষ্টি খানিকটা হলেও মানুষের মনে স্বস্তি এনেছে। আজকের বৃষ্টিতে স্নাত হল রাজধানী, আমিও খানিকটা স্নাত হয়েছিলাম। 



আর এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা অস্বস্থিও লেগেছে। বৃষ্টি হলেই রাজধানীতে বেড়ে যায় মশার উৎপাত। এছাড়া বৃষ্টি এলেই ভেসে যায় নগরীর নিম্নাঞ্চল। দূরগন্ধ আর ড্রেনের পচা পানি পেরিয়ে যেতে হয় গন্তব্যে। পচা পানি ডিঙ্গানুর একমাত্র বাহন রিক্সা। এই সুযোগে রিক্সা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করে। এতো বিড়ম্বনার পরেও তারপরেও নগর জীবন থেমে থাকেনা। চলতে থাকে অবিরাম ধারায়।

বৃষ্টি হলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা। আর শুরু হয় সেই মনের এলোমেলো ভাব অপেক্ষা করে বসেছিলাম এইরকম ভাবটা আসার জন্যে। রীতিমত উপভোগ করছি এটা। সারা দিনের বৃষ্টিতে পুরা ভাবটাই ছিল পাঙ্খা পাঙ্খা। আমার একটা সমস্যা যখনই মনের মধ্যে পাঙ্খা ভাব চলে আসে তখনই ইচ্ছে করে হারিয়ে যেতে। যাক আজকে আর হারালাম না .....;) ;)

বুধবার, ৩ আগস্ট, ২০১১

স্বপ্ন নিয়ে কিছু কথা



স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে ঘুমন্ত অবস্থায় অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় আসল বলে মনে হয়। অধিকাংশ সময়ই দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্ন ভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ

স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে। এগুলো আমাদের কল্পনা হতে পারে, অথবা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে। সাধারনতঃ আমরা অনেক স্বপ্ন দেখি। তবে সবগুলো মনে থাকে না।

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

নারী ও সমুদ্রের পার্থক্য


নারী কি? বাংলা অভিধান ঘাঁটলে নারীর যে সমার্থক খুঁজে পাওয়া যায়-স্ত্রী, রমণী, ললনা, অঙ্গনা, কামিনী, মহিলা, ও সুন্দরী প্রভৃতি। নারী সুন্দর তাই সে রমণী, সুন্দরী। নারী কামনা জাগায় তাই সে কামিনী, নারী থাকে মহলে তাই সে মহিলা। নারী মাতা, ভগিনী, স্ত্রী ও সেবাদাসী। নারী নম্র, ভদ্র, শরৎ চন্দ্রের উপন্যাসের মত বুক ফুটে তো মুখ ফুটে না। নারী সম্ভবত মহা জগতের সবচেয়ে আলোচিত প্রাণী- কথাটি ভাবিজনিয়া উলফের। হাজারো শতক ধরে তর্কে তর্কে নারী যতটা স্থান জুড়ে রয়েছে অন্য কোন প্রাণী ততোটা নয়। নারীর পরাজিত সত্তাই নারীকে আলোচিত স্থান দিয়েছে।