রবিবার, ২১ আগস্ট, ২০১১

একলা পথিক



অনেকক্ষণ ধরে আকাশটাকে দেখছি। এই শহরে অনেক না থাকার মাঝে এই একটা জিনিস আছে। আকাশ দেখতে পারার পূর্ণ স্বাধীনতা! বৃষ্টি আজ ঘন জাল ঝড়াবে এই শহরে। পুরো শহর জুড়ে চাদর টেনেছে মেঘেরা! তছনছ করে দেবে সব। নিশ্চুপ এই ক্ষণে, ছায়া ছায়া এই ঘরে, একা আমি জানালার এপাশে বসে ঝুম বৃষ্টির অপেক্ষা করছি। এইতো এলো বুঝি! শোঁ শোঁ বাতাসে ভেজা গন্ধ পাচ্ছিজানালার পর্দাগুলো পতপত করে উড়ছে। অবশেষে প্রতিক্ষিত বৃষ্টি এলো, আকাশ ভেঙ্গে। সমস্ত শহর যেন ভেসে যাচ্ছে। ঝম ঝম ঝরছে। এ যেন আমি ঝরছি, নির্মমরুপে ঝরছে আমার নিঃসঙ্গ হওয়ার স্বাধীনতা!


1 টি মন্তব্য: