স্বাধীনতা মানে বুকের ভেতর ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোর ডানা মেলে উড়া। প্রত্যেক মানুষের আছে নানারঙের স্বপ্ন। সবাই চায়, এই স্বপ্নগুলো পূরণ হোক। স্বাধীনতা আমাদের স্বপ্ন দেখাতে শেখায়, আর এই বর্ণিল স্বপ্নগুলো বাস্তব করার সাহস যোগায়। অবশ্য এখানে স্বপ্নের অর্থ বলতে আমি জীবনের আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছি। পরাধীনতার শেকল শুধু মানুষের দেহটাকেই আটকে রাখে না প্রকৃতপক্ষে তার স্বপ্নগুলোকে বন্দি করে ফেলে। তাই স্বাধীনতা আমার কাছে অবারিত স্বপ্নের খোলা জানালা।
খুব কম দেশই আছে যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমরা যদি বিশ্বের ইতিহাস ঘাটি তাহলে দেখবো বেশির ভাগ দেশ তাদের ঔপনিবেশিক প্রভুদের কাছে দেন-দরবার করে স্বাধীনতা পেয়েছে। আমাদের ভারতবর্ষেও অবস্থাটা মোটামুটি এই রকমই। প্রায় দু'শ বছর ব্রিটিশদের অধীনে থাকার পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তান নামক দু'টি রাষ্ট্রের জন্ম হয়।