সোমবার, ২৬ মার্চ, ২০১২

স্বাধীনতা, আমার স্বাধীনতা!



স্বাধীনতা মানে বুকের ভেতর ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোর ডানা মেলে উড়া। প্রত্যেক মানুষের আছে নানারঙের স্বপ্ন। সবাই চায়, এই স্বপ্নগুলো পূরণ হোক। স্বাধীনতা আমাদের স্বপ্ন দেখাতে শেখায়, আর এই বর্ণিল স্বপ্নগুলো বাস্তব করার সাহস যোগায়। অবশ্য এখানে স্বপ্নের অর্থ বলতে আমি জীবনের আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছি। পরাধীনতার শেকল শুধু মানুষের দেহটাকেই আটকে রাখে না প্রকৃতপক্ষে তার স্বপ্নগুলোকে বন্দি করে ফেলে। তাই স্বাধীনতা আমার কাছে অবারিত স্বপ্নের খোলা জানালা। 


খুব কম দেশই আছে যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমরা যদি বিশ্বের ইতিহাস ঘাটি তাহলে দেখবো বেশির ভাগ দেশ তাদের ঔপনিবেশিক প্রভুদের কাছে দেন-দরবার করে স্বাধীনতা পেয়েছে। আমাদের ভারতবর্ষেও অবস্থাটা মোটামুটি এই রকমই। প্রায় দু'শ বছর ব্রিটিশদের অধীনে থাকার পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তান নামক দু'টি রাষ্ট্রের জন্ম হয়।

সোমবার, ১৯ মার্চ, ২০১২

বড় একলা একলা লাগে তোরে ছাড়া

একলা লাগে একলা লাগে একলা লাগে
বড় একলা একলা লাগে তোরে ছাড়া
যায় দিন যায় রাত
থাকি দিশেহারা, তোরে ছাড়া
বড় একলা একলা লাগে তোরে ছাড়া
একলা জীবন একলা ক্ষণে
একলা দিগন্তজুড়ে
একলা প্রান্তরে
একলা একলা মন মানে না
একলা মন সেতো ছন্নছাড়া
যায় দিন, যায় রাত থাকি দিশেহারা 

সত্যিই নিজেকে আজ খুব একলা মনে হচ্ছে। একলা আমি নিজের ছায়ার মতো শূণ্যতার মতো দীর্ঘশ্বাসের মতো নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নদীর মতো বিষন্ন দ্বীপের মতো মৌন পাহাড়ের মতো বড় একা আমি...! দুঃসহ অন্ধকারকে আজ খুব কাছের মনে হয়। আমি ক্লান্ত পথিক...!

শনিবার, ১৭ মার্চ, ২০১২

আহ বৃষ্টি…...!



শ্রাবণ মাস আসতে এখনো অনেক বাকি। কিন্তু তার আগেই বৃষ্টি!! ইট পাথরের এই নগরীতে একটু প্রাণের সঞ্চার হল, সস্থি হল। সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসার আগেই শুরু হল আকাশের গর্জন। মুহূর্তের মধ্যেই পুরো সন্ধ্যার চেহারাটাকে বদলে দিলো ধরণীতে নেমেছে অঝোর ধারায় বর্ষণ। সে কী আশ্চর্য বৃষ্টি! কি সুন্দর ঠান্ডা বাতাস প্রাণ জুরিয়ে দিচ্ছেখুব-ই ভাল লাগছে আবার কেমন জানি আনমনা লাগছেএমন সন্ধ্যায় ইচ্ছে হয় উদাসী হয়ে হারিয়ে যেতে দূরে কোথাও!

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

বাঘ আইলো রে......!


অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে! বাঘের গর্জন আবার শুনতে পেলো দেশবাসী। অনেক দিনপর বাঘের গর্জন শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে।
এইতো সেদিন বলেছিলাম, হতাশার আরেক নাম বাংলাদেশ ক্রিকেট টিম। মাঝে মাঝে এই দলটা জ্বলে ওঠে তবে বেশীর ভাগ সময়-ই নিভে থাকে। বিশ্ব ক্রিকেটে জন্ম দেয় নানা অঘটনের। কিন্তু আজকে কোন অঘটন ঘটেনি। এটা ইতিহাসের স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকবে। অনেক উৎকণ্ঠারপর শচীন সেঞ্চুরি পেলো। যদিও এটা ইতিহাসে আলাদা ভাবে লিখা থাকবে। অবিশ্বরনীয় এক জয় পেল বাংলাদেশ !! শচীনের সেঞ্চুরির আনন্দ আর ম্যাচ শেষে থাকেনি। টাইগাররা সেটাকে স্লান করে দিয়েছে। খুব সুন্দর নৈপুণ্য খেলা দেখিয়েছে টাইগাররা। তামিম, জহিরুল, নাসির, সাকিব, মুশফিক তাদের জন্য রইলো স্পেশাল শুভেচ্ছা। 
গড'স টিমেরো তাইলে থার্ড আম্পায়ারের ফেভার লাগে! লুলে লুলায়িত হইলাম ! সাকিবের নটআউট টা যে থার্ড আম্পায়ার কেন আউট দিলো সেটা কি আর বলার অপেক্ষা রাখে না? আম্পায়ারের জন্য রইলো অন্তর থেকে ঘৃণা। 

বুধবার, ১৪ মার্চ, ২০১২

আমার বন্ধু রাশেদ


পৃথিবীর নানা দেশে যুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বহু চলচ্চিত্র নির্মাণ হয়েছে। যার সংখ্যা একেবারেই কম নয়। এসব ছবির সবই মানসম্পন্ন হয়েছে সেটা বলা যাবে না। এ ধরনের ছবিগুলো বাণিজ্যিক চিন্তা থেকে নয় বরং নির্মিত হয় ইতিহাস ও জাতির প্রতি সকলের দায়বদ্ধতার কারণে। তেমনি একটি অলোচিত মুক্তিযুদ্ধভিক্তিক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। মুহাম্মদ জাফর ইকবাল স্যারের কিশোর উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের এই শিশুতোষ চলচ্চিত্র নির্মিত হয়। সরকারি অনুদানের এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্র। চিত্রনাট্য করেছেন মোরশেদুল ইসলাম ও বরকত উল্যাহ মারুফ। ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনঃ চৌধুরী জাওয়াতা আফনান রাশেদ, রাইসুল ইসলাম আসাদ-বড় ইবু, হোমায়রা হিমু -অরু আপা, পারভেজ মুরাদ -শফিক ভাই, পীযুষ বন্দ্যোপাধ্যায় -ইবুর বাবা, ইনামুল হক - স্কুল শিক্ষক, কেরামত মওলা, ওয়াহিদা মল্লিক জলি -ইবুর মা, ইবতেশাম চৌধুরী, রিফায়েত জিন্নাত, ফাইয়াজ বিন জিয়া, লিখন রাহি, কাওসার আবেদীন, কাজী রায়হান সোকাহান সহ আরও অনেকে।

সোমবার, ১২ মার্চ, ২০১২

বসন্ত বাতাসে সই গো......!



এখনো ফাল্গুন মাস,বসন্তকাল। তাও প্রায় শেষের দিকে! নিয়ম অনুযায়ী গাছে নতুন পাতা গজানো এবং ফুলে ফুলে ভরে উঠার কথা চারপাশ। কিন্তু এখনো পাতা ঝরছে। বৈষ্ণিক উষ্ণতায় কালের নিয়মে তারতম্য দেখা যায়। সময় মত ফুল ফোটে না, সময় মত পাতা ঝরে না, সময় মত বৃষ্টি পড়ে না। সবকিছুতেই কেমন অনিয়মের ছোঁয়া। তারপরেও, নবযৌবনের প্রতীক এই বসন্ত। বসন্ত মানেই সুন্দর, বসন্ত মানেই নতুনের জয়গান।

গাছে গাছে কচি কিশলয় জেগে ওঠার আভাসে, পত্র-পল্লবের মর্মর আর পাতার আড়ালে কোকিলের কুহুতান জানান দিচ্ছে,‘আজি বসন্ত জাগ্রত দ্বারে...

শনিবার, ১০ মার্চ, ২০১২

পারলো না বাংলাদেশ!

বাংলাদেশ ক্রিকেট দল! বলতে গেলে, হতাশার আরেক নাম। মাঝে মাঝে এই দলটা জ্বলে ওঠে তবে বেশীর ভাগ সময়-ই নিভে থাকে। বিশ্ব ক্রিকেটে জন্ম দেয় নানা অঘটনের। কিন্তু আজকে কোন ঘটনাই ঘটাতে পারলো না। অল্পের জন্য মিস করলো। আরেকটু ভালো খেললে ম্যাচটা জিতে যেতো। সাকিব, তামিম আর নাসিরের রানের সুবাদের এতটুকু এগিয়ে গিয়েছিলো। খুব আশা করেছিলাম আজকের ম্যাচটি জিতবে বাংলাদেশ। অনেক আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাবো। কিন্তু হয়েও হল না। সেই হতাশা নিয়েই পরাজয়ের পোস্ট লিখতে হল।