রবিবার, ৩১ জুলাই, ২০১১

দিশেহারা আমি



আজকাল আমাকে কে যেন পেয়ে বসেছে, কেমন যেন একটা অবসাদ। মাথাটা কাজ করতে চায় না আজকাল, সব কিছু ভুলে যাই অল্পতেই। এই সতেরো -আঠারো বছরের জীবনে দিশেহারা হয়ে গেছি বোধ হয়!!! হ্যাঁ, তবে সেটা আনন্দে না, বেদনায়। নিজেকে ইদানীং কেমন জানি লাগে।


আমার প্রায়ই নিজেকে দিশেহারা মনে হয়। কিছুই ভালো লাগে না, কি করব তাও বুজতে পারি । যখন আমি চরম হতাশায় ভুগি তখন আমি বন্ধুদের সাথে আড্ডা দেই আর মাঝে মাঝে ঘুম দেই আবার গান শুনি, ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়ি। ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়লে নিজের মনের হতাশা ভাবটা কিছুটা দূর করা যায়। এই জন্য ব্লগার বন্ধুদের জানাই ধন্যবাদ।


মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নাকি সে দিশেহারা হয়ে যায়। মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজেকে অনেক বোঝা মনে হয় নিজের কাছেই। পৃথিবীর সব কিছুই মনে হয় প্রবঞ্চনা করছে। সবাই যেন উপহাস করছে। নিজের কষ্ট গুলো এমন থাকে যেগুলোকে প্রকাশ করা যায় না। সত্যিই আজ আমি আজ দিশেহারা.........:(
এখন শুধু একটা গানই মনে পড়ে,
"যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা"



বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

যখন আমি একা

আমি কেমন যেন বদলে যাচ্ছি। একরম অন্যমনষ্কতা, অগোছালো, এবং অসম্পূর্ণতা ভাব আমার মধ্যে কাজ করতেছে। যখনই একা থাকি তখনই নানা রকম ভাবনা মনের মধ্যে আসে। এত ভেবে ভেবে ঠিক করি এবার কিছু একটা করব। কিন্ত এর পরে আর কিছু করতে পারিনা। কেমন আলসে হয়ে গেছি।


যখন আমি কাউকে বলি, আমি মাঝে মাঝে একা থাকি, তখন সবাই একটা কথাই বলত। একা

সোমবার, ২৫ জুলাই, ২০১১

মেঘপরি


খুব একটা মিশুক নই আমি । একা থাকতেই ভালবাসি। পুরোপুরি একা নই আমি। আমার বুকের ভেতর একটা পরির বাস। আর সেটা নীল বা লাল পরি না। পরিটা হচ্ছে মেঘপরি! মেঘের মত শেত শুভ্র বলে নাম দিয়েছি মেঘপরি। মেঘের সঙ্গে ওর অনেকটা মিল আছে। আমি যেমন কখনো মেঘ ছুতে পারি নাই। কেমন করে পারব, সব পরি তো মেঘপরি হয় না। তাই কল্পনায়ই পরি আমাকে ভালবাসে, শাসন করে, ঘুম না এলে ঘুম পাড়ানি গান শোনায়।
একদিন ক্লাস থেকে বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে । আমার মন খারাপ। আকাশের দিকে তাকাতেই দেখি মেঘপরি। তারপর মেঘপরি সত্যিকার ভাবে নিচে নেমে এল। তারপর আমার হাতে হাত রাখল । মেঘপরি যখন আমার হাতে হাত রাখল তখন আমি সব ভুলে যাই। ভুলে যাই আমি মিশুক, আমি একলা পথিক।
পরের বর্ষা আসার আগেই আমার মেঘপরি মেঘ হয়ে চলে গেল। যখন আকাশে বৃষ্টি নামে আমি তখন বৃষ্টিতে ভিজি। সবাই আমাকে পাগল বলে। ওরা জানে না আমার মেঘপরি মেঘ হয়ে আমাকে ছুতে আসে। মেঘপরির অশ্রুতে আমি ভিজে যাই। আর গন্তব্যহীন পথে হাটি আর বিড় বিড় করি,
I love to cry in the Rain Because nobody knows I’m crying.

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

সজল বর্ষা……

''আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করে
মায়ার কাজল চোখে, মমতায় বর্মপুট ভরি'' 

শত দুর্ভোগের পরেও বাঙালির প্রাণের ঋতু বর্ষা।
তারপরও মাঝে মাঝে বৃষ্টি আমাদের নিয়ে যায় শৈশবের দুরন্ত দিন গুলোতে চলতি বছর কাঙ্কখিত বৃষ্টি নেই। বৃষ্টি হলেই মনে পড়ে ছোটবেলার গান "বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান......"

গ্রীষ্মের দিন গুলোতে মানুষ যখন অসহ্য গরমে ছটফট করে তখন বর্ষা আসে প্রবল গরজনের মাধমে মনে আতঙ্ক জাগিয়ে । বাংলার আকাশ ও বাতাস এক নতুন খেলায় মেতে ওঠে। গুরু গুরু গরজনে চারদিক মুখরিত হয়। আকাশের বুক চিরে বৃষ্টি নেমে আসে। আর প্রকৃতি সাজে নতুন সাজে। মাঝিদের কনঠে ওঠে ভাটিয়ালি গান। আর কৃষক ব্যস্ত থাকে ফসল তোলার কাজে।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

শ্রাবণের দিন



আজ শ্রাবণের তৃতীয় দিন গেল। সকাল থেকেই বৃষ্টি ছিল । আর শ্রাবণের ভাল-মন্দ লাগার দিন গুলো শুরু হয়ে গেল। শ্রাবণের আকাশের সাথে আমার মনের একটা ঘনিষ্ঠতা আছে। আকাশে মেঘ দেখলেই আমি উদাসী হয়ে যাই। ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে কোথাও। আর মনে পড়ে অতীতের ফেলে আসা দিন গুলোর কথা। যদি এই শ্রাবণের প্রথম দিন বৃষ্টি হয়নি তারপরও মনে হচ্ছে শ্রাবণ মাসের সূচনা উৎসব ভালই হল। সবাইকে শ্রাবণের বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা। আর বৃষ্টির দিনে আমি সবাই গান শুনতে পছন্দ করে। সবার মত আমি ও পছন্দ করি গান শুনতে আর ভেসে বেড়াতে আমার স্মৃতির পাতায়। আমার পক্ষ থেকে সবার জন্য আমার পছন্দের একটা গান। শুভেচ্ছা সবাইকে।

শনিবার, ১৬ জুলাই, ২০১১

Just Rain

well, yesterday I went to some place by motorcycle with my friend.  It was noon, when the sun was exactly over my head. It was really really hot, I was burning' up at the time  Moreover, I’m hungry and I didn’t really mind about the food or drink in the side of the street, but I was getting dizzy. I'm not telling a lie. My head was so heavy, my eyes was hard to open, my body was so weak. I was like a Mango Jose   by the heat of the sun! Then I drink a glass of Mango Jose.
That was at the noon, I was burning. But look at the afternoon! Duddenly, the sky is cloudy and the rain was falling down to the earth  and now I wasn't burning anymore. I was caught by the rain.I have just come out from my friend's home to get some food outside...but finally, I just got the rain.....

Hmm I love rain and long time feeling and touching the rain directly. Rain is very important in your life , and also in my life. Rain is really bliss and i love it.


well, that's the weather in Dhaka now, making us confused, sometimes we prepare an umbrella but who knows it'll be shining then. so, better if you prepare a sun block too beside the umbrella....




বুধবার, ১৩ জুলাই, ২০১১

অবাক কাণ্ড…!!!

সত্যিই অবাক কাণ্ড। ২০১১ সালের জুলাই মাসটিতে ঘিরে রয়েছে রহস্যের ছায়া। কারণ, এ মাসে রয়েছে পাঁচটি শুক্রবার, পাঁচটি শনিবার ও পাঁচটি রোববার। সময়ের পরিক্রমায় দীর্ঘ ৮২৩ বছর পরই কেবল এমনটি ঘটে। এ অদ্ভুত বিষয়টিকে চীনে বলা হয় মানি ব্যাগস। 
এ বছরে এমন চারটি তারিখ রয়েছে যেটা আমাদেরকে সত্যিই বিস্মিত করবে। আমরা এভাবে হয়তো চিন্তাই করিনি। এর মধ্যে দুটি আমরা পার করে এসেছি, দুটি আছে সামনেএ চারটি তারিখ হলো১/১/১১, ১/১১/১১, ১১/১/১১, ১১/১১/১১

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

Rain is my life


I love Rain,this is a most beautiful same time it will act according to human emotions. Rain is only nature that have a invisible bond with every humans. Some people love rain ,some may not . Rain is very important in your life , and also in my life. In my childhood I like to play with rain , it will also play with us. It will be like friend to us by closing our schools by splashing heavy rain,it will understand our childhood characters. When I grew up I felt that rain also growing with me ,have u ever listened to sounds of rain , it was quietly amazing ,peace that sounds gives you refreshment of your life. Rain will pour according to person moods , you can notice clearly like when you are happy just watch the rain you will feel it.

In rainy days usually I will like to listen to rain sounds in evening time near window having some coffee by waving about past memories in my mind , really i love that moment. Listen to the rain outside the window, its the short life flickers, its also a life process. Its one kind of leisure, one kind of relaxation. In such leisure and relaxation, calmly experience the real nature, the feeling becomes aware the life confusion and clearness. Perhaps, this is is another kind of life attach!.With rain i always find myself ,with rain , i always find the peace.I will take myself to experience with it much more !!!!Rain is really bliss and i love it :) :) :) 

শনিবার, ৯ জুলাই, ২০১১

মায়ের লাগিয়া

''মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই 
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই''

মা হল পৃথিবীর সবচেয়ে আপনজন। এই পৃথিবীতে মা ছাড়া কেউ তাঁর সন্তানকে ভাল ভাবে ভালবাসে না। মায়ের ভালবাসার মধ্যে আছে প্রকৃত সুখ। দূর গাঁয়ে ফেলে আসা মায়ের মুখ, মায়ের স্নেহ ছায়ায় বেড়ে ওঠার সুখ, মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা, কিংবা আকাশের ওপারে আকাশ, বাতাশের ওপারে বাতাশ পেরিয়ে দূর অজানায় পাড়ি জমানো মায়ের সৃতি।  এসবই কি আমাদের পোড়ায় প্রতি নিয়ত ? হু হু করে ওঠে বুকের ভেতরটা। আর যখনই মায়ের কথা মনে পড়ে মনের অজান্তেই চোখ ভিজে যায়। ইচেছ করে ছুটে যাই মায়ের কাছে.......

শুক্রবার, ৮ জুলাই, ২০১১

শুধুই স্মৃতি.....


আজ আমার ছোট্ট বারান্দায় ঝুম বৃষ্টি হচ্ছে। আসলে কাল রাতে কোথ থেকে এক দল মেঘ হুট করে আমার জানালার পাশে এসে আমার এক চিলতে দুঃখ নিয়ে গেল। তাই আজ তারা কাঁদছে। মেঘের অমন কান্না দেখে একটি জোনাকি আমায় জিজ্ঞেস করল, তুমি কেন অমন করে কাদনা। বোকা জোনাকিকে কি করে বুঝাই যে, আমার কাঁদতে ভয় হয় যদি তোর স্মৃতি গুলো আমার অশ্রুর সঙ্গে ধুয়ে যায়। তাই আমি কাঁদি না।
তুই একদিন বলেছিলি, তুই পরজন্মে সপ্ন হয়ে অথবা জ্যোৎস্না হয়ে আমার কাছে ফিরে আসবি। তোর আশায় তাই এখনো রাতের বেলা নৈঃশব্দের গান শুনতে চেষ্টা করি। নির্ঘুম রাত গুলোয় চলে মিষ্টি সপ্ন দেখার প্রচেষ্টা। তুই কি ফিরে আসবি...???? 

রবিবার, ৩ জুলাই, ২০১১

হারিয়ে যাওয়া ......


একটা খোলা মাঠ।  সারা মাঠ জুড়ে ঘন সবুজ ঘাস। কিন্তু অন্ধকারের কারনে সবুজ রংটা কে কাল মনে হচ্ছে। কিন্তু কাল হয়ে ও বোঝা যাছে ঘাস গুলো অনেক সতেজ।  আশেপাশে কোন আলো নেই। মাঝে মাঝে কয়েকটা জোনাকী পোকার আলো জ্বলছে আর নিভছে। অনেক দিন পর জোনাকী পোকা দেখলাম। ভাল লাগছে দেখতে। একবার মনে হল একটা জোনাকী পোকা ধরি। ছোটবেলা কত জোনাকি পোকা ধরে ছিলাম। কিন্তু আজ জোনাকি পোকা ধরতে ইচ্ছা করছে না। কারন এখন আমি আগের মত ছোট নেই। কথায় আছে না বনের পশু বনেই মানায়। ঘুরে বেড়াক না পোকা গুলো। আমি মনোযোগ দিয়ে জোনাকি পোকা গুলোর দিকে তাকিয়ে আছি।


শুক্রবার, ১ জুলাই, ২০১১

আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো– তোমার অঙ্গসৌরভে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখোতোমার
মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখোতোমার
চরণমঞ্জীরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখিতোমার
প্রাসাদপ্রাঙ্গণে
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখীতোমার
কনককঙ্কণে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখোতোমার
অলকবন্ধনে
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকোতোমার
ললাটচন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়োতোমার