বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

সত্ত্বার দ্রোহিনী


কঙ্কন বিদ্রোহিনী, ওগো আত্মার দ্রোহিনী!
সহস্র আশা আর বিস্তৃত ভালোবাসা
বুকে জড়িয়ে বিশ্বাসের আদর মেখেছিলাম প্রেয়সিনী
তুমি সেই বিশ্বাসের প্রাচীর ভঙ্গকারিনী!!

ধিক্কার তোমায় ধিক্কার!
কি আছে আর অধিকার-
তোমায় ফের জড়িয়ে নেবার?

বিশ্বাস সেতো পবিত্র এক স্বত্তিয় অনুভূতি,
ভাঙবেনা ভাঙবেনা – গেয়েছিলাম তোমার স্তুতি
সত্য-মিথ্যার ভেদাভেদ ভুলে কতশত মাতামাতি
ছি! আজ সব পাল্টে গেলো রাতারাতি!!

সময়ে সময়ে অসময় মেনে না নিয়ে
দু’জনে চড়ে বেড়িয়েছি জগৎ বিঁভুয়ে,
আজ শুধু কষ্টের মিলনমেলা,
বিশ্বাস ভেঙ্গে চুরে একাকার-হায়রে ছেলে খেলা!!

মনে মনে আঁকিবুঁকি, তোমায় নিয়ে আশা
ছলকে ছলকে উঠে আজ নিঃস্ব ভালোবাসা!
পাল্টে পাল্টে নিয়েছ তুমি পুরানো বেশভূসা
আমায় নিয়ে ভাবনা কর কি তুমি, একটুখানি তৃষা?

উন্নাসিক তুমি, তুমি পরম ছলনাময়ী
শেষবধি হয়েছ তুমি মোর আত্মাক্ষয়ী
সমাপ্তি তাই সমাপ্তি টানছি, নিস্তার হল তোমার!
মুক্তি দিলাম তোমায় আজ, দিলাম কৃপা বিধাতার!

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

বিজয়ের কথা


শীতের এই রাতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই স্বাধীনতা সংগ্রামে৩০ লাখ বীর শহীদ এবং ২লাখ মা-বোনকে যাদের সর্বোচ্চ আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। সহমর্মিতা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি যখন বিজয়ের কথা বলি- তখন প্রতিযোগিতার প্রসঙ্গ আসে, আসে ত্যাগ-তিতিক্ষার কথাও। কারণ বিজয় আপনাতেই আসে না, অর্জন করতে হয়। যে বিজয় যত বড়, তার অর্জনও তত কষ্টসাধ্য।

ই যে ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। কিন্তু এই বিজয় দিবস কি শুধু আনন্দের দিন? এই বিজয় দিবসের সাথে জড়িয়ে আছে জাতির স্বপ্ন, জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আশা-আকাংখা আমাদের যে বিজয় দিবস তা যেমন মানুষের আশা-আকাংখার বিষয় ছিল, তেমনি ছিল জাতির স্বপ্নের বিষয়ও। পাকিস্তান আমলে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের নাগরিক। স্বাধীন দেশের নাগরিক হলেও আমরা তখন স্বাধীনভাবে বিকশিত হতে পারিনি, এর কারণ শাসকদের ভুল সিদ্ধান্ত ও অন্যায় আচরণ।

মায়ের লাগিয়া....!!


ভালোবাসি তারে, যে যতন করে
তুমি নির্ভরতা, তুমি মমতা, তুমি-ই ‘মা’

দূর গাঁয়ে ফেলে আসা মায়ের মুখ। মায়ের স্নেহ ছায়ায় বেড়ে উঠার সুখ, মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা কিংবা আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস পেরিয়ে দূরে পাড়ি জমানো মায়ের স্মৃতি। এসবই কি আমায় পোড়ায় প্রতিনিয়ত! হু হু করে উঠে বুকের ভেতরটা......:(

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

ভোরের শিশির



শুভ্রস্নাত শীতের সকাল। ঘাসের ডগায় কয়েক ফোঁটা শীতের শিশির মনে করিয়ে দেয় 'জীবন সে তো পদ্মপাতার শিশির বিন্দু'। দিন শেষে শিশিরের শব্দের মতো যেমন সন্ধ্যা আসে, মুছে যায় পাখির ডানায় রৌদ্রের গন্ধ, তেমনি শীত নেমেছে জনপদে। হেমন্তের অলস সূর্যটা আরও কিছুটা হেলে পড়েছে দক্ষিণ আকাশে। রোদের তাপে নেই সেই রাগী উত্তাপের ছোঁয়া। হিম হিম ঠাণ্ডা আমেজ জড়িয়ে থাকে সকাল অবধি। এখন রাতের কালো আকাশ চিরে নিঃশব্দে নেমে আসে কুয়াশার চাদর। ভিজিয়ে দেয় গাছপালা, রাস্তার মানুষ, অলিগলি। ভোরবেলাতে খিড়কি খুলেই কনকনে হিম ভেজা বাতাসের ধাক্কা চোখে মুখে। কুয়াশা মোড়ানো চরাচর যেন ঘষা কাচের ওপারের দৃশ্যাবলি। অস্বচ্ছ, অপার্থিব। অস্পষ্ট বৃক্ষরাজি, খালবিলের জল, পূর্ব আকাশে উঁকি দেওয়া সূর্যটাও আড়াল। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ লিখেছেন 'শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ'। আমন ধানের সোঁদা গন্ধে ভরে ওঠে আবহমান বাংলার হেমন্ত সন্ধ্যা। সেই সন্ধ্যায়-রাতে টুপটাপ করে ঝরে পড়ে নিশির শিশির। নারিকেলের চিরল পাতার শরীর বেয়ে গড়িয়ে পড়ে হেমন্তের ক্লান্তি।

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

নির্জনে একাকী



আজকাল সব কিছুতে কেমন যেন একটা অবসাদ কাজ করে। মাথাটা কাজ করতে চায় না । অল্পতেই সব কিছু ঘোলাটে হয়ে যায়। হয়ত জীবন নিয়ে দিশেহারা হয়ে গেছি। তবে সেটা আনন্দে না, বেদনায়। কেমন জানি নিজেকে নিঃস্ব মনে হয়। কষ্টগুলো বার বার হানা দেয় স্মৃতির পাতায়। কখনো কখনো সমুদ্রের মত ঢেউ দিয়ে আরো বেশি হয়ে যায়। মানুষের জীবনে নাকি এমন কিছু সময় আসে। হয়ত আমারও তা-ই। তারপর ও মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজের কাছে নিজেকে অনেক বড় অচেনা মনে হয়। মনে হয়, পৃথিবীর সব কিছুই প্রবঞ্চনা। সব কিছু যেন উপহাস করছেকষ্ট গুলো এমন, যে প্রকাশ করা

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

অখন্ড অবসর



জীবনটা বড় ধীরগতি হয়ে গেছে। কোন ব্যস্ততাই আমাকে স্পর্শ করে নাকোন কিছুতেই কোন আকর্ষণ বোধ করি না। কেমন জানি উদাস উদাস মনে হয় সব সময়। হয়তোবা এটা উদাসীন হওয়ার ই সময় । জীবনের প্রতিটি পরতে পরতে এতগুলো ঘাত-প্রতিঘাত সয়ে গেছি নীরবে। প্রতিবাদ করিনি কখনো। আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি অনেক আগেইএতদিন শুধু খোঁজার চেষ্টা করেছি। এখন খোঁজাও বাদ দিয়েছি। তাই এখন আমার কোন কাজ নেই, শুধুই অখন্ড অবসর...........! 

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

Childhood Memories

Childhood memories are some of our most precious memories. Every people have a childhood memories. Its very important and enjoyable time for life. I was also enjoyed my childhood memories.


well, Oneday I went some palces by motorcycle with my uncle. It was noon, when the sun was exactly over my head. It was really hot, I was burning up at the time. Moreover, Im hungry and I didnt really mind about the food or drink in the side of street, but I

শনিবার, ৫ নভেম্বর, ২০১১

অপ্রত্যাশিত স্বপ্ন


আমি এক স্বপ্নকথক, চলেছি অজানার উদ্দেশ্যে। আমার কিছুই বলার নেই। তারপর, অনেক কিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু বলার সাহস পাই না। অসীম শূন্যতার মাঝে সামনের দিকে চলা একাকী এক নাবিকআমার আমি'কে নিয়ে সামনে চলা,এক নিরন্তরের পথে! হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ, এখনো জীবনের উদ্দেশ্য খুঁজে পাইনিবেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে। আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন খূঁজে ফিরি। স্বপ্নেই খুঁজে বেড়াতাম নিজেকে। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর অনেক ঘুরে বেড়িয়েছি কখনো কখনো খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলেছি। গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিকের মতই আপাতত ঘুরপাক খাচ্ছি!


এক সময় নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মাঝে গা ভাসিেয় দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমি মিথ্যে স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়ে আছি। জীবনের এই মুহূর্তে এসে হিসেব করে দেখলাম, পাওয়ার চেয়ে না পাওয়াই বেশি। আশারা তাচ্ছিল্যভরে তাকিয়ে থাকে, আর নিরাশাও মুখ ফিরিয়ে নেয় চরম নির্মমতায়। আশা পূরণের আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বসিত কথোপকথনকে আজ আমার বাতুলতা মনে হয়। মনে হয় আশা শুধুই বৃথা। সব মিলিয়ে জীবন যেন দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে চারিদিকে ধূলো বালি,তপ্ত,উত্তপ্ত, তৃষার্তএই আমি খুঁজে বেড়াই সামান্য মেঘ, সামান্য বৃষ্টি। আমি আজ হতাশ,আমি আজ ক্লান্ত। 

জীবনটা মনে হয় এরকম-ই...
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ॥

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

তবুও বৃষ্টি




আমি খুব একটা মিশুক নই। একা থাকতেই ভালবাসি। যদিও আমি একা নই। তারপরে আমার মনে হত আমি একা, একলা পথিক। আসলেই আমি একা নই। আমার মধ্যে একটা পরির বাস। সে লাল বা নীল পরি নয়! সে হচ্ছে আমার মেঘ পরি। ওর নামের সঙ্গে মেঘের অনেক মিল। তাই হয়ত ওর নাম মেঘপরি। আমি আমার পরিকে খুব ভালবাসতাম এখনো বাসি যদিও কিছু দিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। অবশ্য মাঝে মাঝে আসে ঠিক আশ্বিনের বৃষ্টির মতই। কিন্তু পরি মাঝে মাঝে এসেই আমাকে শাসন করে, ঘুম না এলে ঘুম পাড়ানি গান শুনায়।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

অবাক স্বপ্ন !!


আমি আমার স্বপ্নের মতো হতে পারি নিঅসীম শূন্যতার মাঝে সামনের দিকে চলা একাকী এক নাবিকআমার আমি'কে নিয়ে হেঁটে চলি এক নিরন্তরের পথে...! হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ, এখনো জীবনের উদ্দেশ্য খুঁজে পাইনি, বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে। হয়ত স্বপ্ন দেখবো বলেও বেঁচে আছি। স্বপ্নে খূঁজে ফিরি নিজেকে। ঘুমহীন চোখে স্মৃতির রাজ্যে নিরন্তর ঘুরে বেড়িয়েছি। কিন্তু কখনোই মনে হয় নাই কেনো এতো স্বপ্ন দেখছি!! কি হবে এতো স্বপ্ন দেখে!! সব কিছুই কি অযথা-অকারণে। স্বপ্ন দেখতে দেখতে এখন আমি মিথ্যা স্বপ্নের পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই মিথ্যা

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

অপূর্ণ ইচ্ছে......


আজকের সকালটা খুব সুন্দর ছিলো। মেঘলা মেঘলা আকাশ। ঠান্ডা একটা পরিবেশ। আকাশটা দেখতে ভালোই লাগছিলো। নরমালি এতো সকালে ঘুম থেকে উঠা হয় না। যদিও অন্য কোন কারণে দেখার সোভাগ্য হল। তারপরেও...... ফোনের শব্দেই সকালে ঘুম ভেঙ্গেছিলো। বলল যে, আমি ওখানে আছি তুমি তাড়াতাড়ি এসো। খুব তাড়াতাড়ি করে বের হলাম। আধা ঘণ্টার মধ্যেই পোঁছলাম। তারপর এক ঘণ্টার মধ্যেই কাজ প্রায় শেষ। ঠিক সেই শেষ মুহূর্তেই বৃষ্টি!!! কি যে ভালো লাগছিলো, বলে বুঝাতে পারব না!! 

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

নীলিমার নীলে



অদ্ভুত এক বিকেল। অদ্ভুত তার রঙ। দুপাশে বিস্তীর্ণ মাঠ। চারদিকে সব জনশূন্য। তখনই সে মাঠে সারা আলোটা ছড়িয়ে পড়ল। আমি দেখছি আবাক হয়ে!!! আমার সাথে কেমন জানি মিলে যায়। আমার সমস্ত শরীর জুড়ে সেই আলো ছড়িয়ে পড়েছে। আর আমি হারিয়ে যাই নীলিমার নীলে, ভেসে বেড়াই নীলিমার নীল মেঘেদের সাথে। নীল কণ্ঠ পাখিরা গান গাইছে, আমার অবাক কাণ্ড দেখে!!! ঠিক তখনই আবার জেগে উঠল সন্ধার নীল তারা। সব মিলিয়ে আমি নীলিমার নীলে একাকার......... :)

শুভেচ্ছা সবাইকে......:)


সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

শাহ আব্দুল করিমঃ জীবন ও কর্ম



শাহ আব্দুল করিম মরমি ধারার আধুনিক কবিদের অন্যতম। ১৯১৬সালের ১৫ই ফেব্রুয়ারী, বাংলা ১৩২২সন এর ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার, বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল আশ্রম নামক গ্রামে তাঁর জন্ম। তাঁর জন্ম তারিখ সম্পর্কে তাঁর বক্তবঃ
                                     “তেরশো বাইশ বাংলায় জন্ম আমার
মা বলেছেন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার”

তাঁর পিতার নাম ছিলো ইব্রাহীম আলী এবং মাতার নাম ছিলো নাইওরজান বিবি। পিতা-মাতার ছয় সন্তানের মধ্যে তিনি এক মাত্র পুত্র আর বাকি সবাই ছিলো বোন। তাঁর জন্মের সময় তাঁর পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিলো না।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

নিঃসঙ্গ পথিক



নিঃসঙ্গ পথিক আমি
একাকী পথে হেঁটে চলি
সেই নিঃসঙ্গতার মৌন সুরে
কি যেন খুঁজে ফিরি
অন্তবিহীন বেজে চলি
অনন্ত বেদন-বাঁশি
দিশেহারা সেই আমি
চোখজুড়ে শুধুই স্বপ্ন
শূন্যহাতেআঁধার রাতে
সেই স্বপ্নালু চোখে
যেতে যেতে অবশেষে
আত্মমগ্ন-সৌম্য-শান্ত-স্তব্ধ-লীন
বিস্মৃতির অতল গহীনে

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১১

অনেক না পাওয়ার মাঝে একটু পাওয়া



শহরে জীবনের যান্ত্রিকতায় জীবন আজ যান্ত্রিক হয়ে গেছে। ঈদের কারণে গ্রামে আসা হল। এমনেই মাঝে মাঝে গ্রামে আসা হয়। তারপর ও সব সময় সব কিছু ভালো ভাবে উপলদ্ধি করা যায় না। কিন্তু এই বার দারুণ একটা জিনিস খুব খুব উপলদ্ধি করেছি। সেটা হল ভোরের হাওয়া!!! ঈদের পরদিন ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ শেষ করলাম। তারপর ভোরের হিমেল হাওয়া গায়ে লাগাতে একটু বাইরে হাটাহাটি। কি সুন্দর বাতাস!!! কত দিন যে এই রকম বাতাস অনুভব করিনি। আমার শরীর ঠাণ্ডা হয়ে গেছে সাথে সাথে। এর মধ্যে আবার হালকা হালকা শীত ও লাগছে। ওফ!! দারুণ এক অনুভুতি। যারা সকাল বেলার এই বাতাস অনুভব করেনি তারা বুঝবে না। দারুণ দারুণ!!! অন্য রকম এক অনুভুতি......:) 

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

ঈদের খুশি



গত এক মাস ছিল সংযমেরআল্লাহর সান্নিধ্য লাভের আশায় রোজা পালন করেছে কোটি ধর্মপ্রাণ মানুষঘরে ঘরে, মসজিদে-মক্তবে করা হয়েছে কোরআন খতমইবাদত-বন্দেগির পাশাপাশি ছিল ঈদ উপলক্ষে সবার জন্য নতুন পোশাক সংগ্রহের চেষ্টানিজের আর প্রিয়জনের জন্য সাধ্যমতো পোশাক-আশাক কেনাসবশেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে বহু কষ্টে বাড়ি ফেরার আয়োজনপুরো একটি মাস যেন আবর্তিত হয়েছে এই ঈদকে ঘিরে

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

শরতের শুভ্রতা


বর্ষার দুরন্ত গতিবেগ শেষে শরতের আবির্ভাব। শুভ্র জস্না আর ফুলের সুষমা নিয়ে শরতের অভিষেক। শরতের সিন্ধ শ্যামলিমা সমগ্র প্রকৃতিকে এক অপরূপ সাজে সজ্জিত করে তোলে। শরতের রোদের খরতাপে শুকিয়ে হলুদ বর্ণ নিয়েছে কাশ ফুলের জীর্ণ ডাল, দিগন্ত জোড়া সাদা ধবধবে অবারিত কাশ বন, কাশ বনের ফাঁক দিয়ে দূরের শরতের মেঘমুক্ত নীলাকাশের প্রতিচ্ছবি, বাংলার অতি পরিচিত কচুরিপানায় ভরা খালের দু'কোলজুড়ে সাদা কাশফুলের ঝোপ দেখতে কি মায়াময়ই না লাগে। কবির ভাষায়,

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

বিপন্ন গণতন্ত্র



পৃথিবীতে সবার আগে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল এথেন্সে। খ্রিস্টপূর্ব পাঁচ শতকে সলোন থেকে পেরিক্লিস পর্যন্ত সংস্কারকগণ অভিজাততন্ত্রের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবং রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে যে ব্যবস্থা পাকা করেছিলেন চরিত্র বিচারে বিশ্ববাসী একে গণতন্ত্র নামে আখ্যা দেয়। অনেক পরে আমেরিকায় আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের উদ্বোধন করেন তাতে জনগণকেই রাষ্ট্রের প্রধান নায়ক বানিয়েছিলেন। সরকার পরিচালকরা জনগণের সেবক মাত্র। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্র একটি অবিভাজ্য শব্দ ও ধারণা। এর আগে ও পরে কোনো শব্দ জুড়ে দিলে তা আর গণতন্ত্র পদবাচ্য হয় না।

রবিবার, ২১ আগস্ট, ২০১১

একলা পথিক



অনেকক্ষণ ধরে আকাশটাকে দেখছি। এই শহরে অনেক না থাকার মাঝে এই একটা জিনিস আছে। আকাশ দেখতে পারার পূর্ণ স্বাধীনতা! বৃষ্টি আজ ঘন জাল ঝড়াবে এই শহরে। পুরো শহর জুড়ে চাদর টেনেছে মেঘেরা! তছনছ করে দেবে সব। নিশ্চুপ এই ক্ষণে, ছায়া ছায়া এই ঘরে, একা আমি জানালার এপাশে বসে ঝুম বৃষ্টির অপেক্ষা করছি। এইতো এলো বুঝি! শোঁ শোঁ বাতাসে ভেজা গন্ধ পাচ্ছিজানালার পর্দাগুলো পতপত করে উড়ছে। অবশেষে প্রতিক্ষিত বৃষ্টি এলো, আকাশ ভেঙ্গে। সমস্ত শহর যেন ভেসে যাচ্ছে। ঝম ঝম ঝরছে। এ যেন আমি ঝরছি, নির্মমরুপে ঝরছে আমার নিঃসঙ্গ হওয়ার স্বাধীনতা!


শনিবার, ২০ আগস্ট, ২০১১

হারিয়ে যাওয়া শৈশব


শৈশব' মানুষের জীবনে এক দুরন্ত অধ্যায়ের নাম। এ সময় এটা সুতাছেঁড়া ঘুড়ির পিছু দৌড়াতে দৌড়াতে যেমন পার হওয়া সম্ভব তেপান্তর, তেমনি গোয়েন্দা পুলিশের মতো একটা ফড়িংয়ের পিছু নিয়েও কাটিয়ে দেওয়া সম্ভব সকাল-দুপুর। কি মধুর সেই শৈশব।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়

ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

মধুর ভালবাসা



ভালবাসা ছোট্ট একটি শব্দ। যার মাধ্যমে মানুষ তার সব কথাকে একটি ফ্রেমে আবদ্ধ করতে পারে। ভালবাসা শব্দটি প্রত্যেক মানুষের জীবনের সাথেই জড়িত। ভালবাসা হচ্ছে মানুষের আবেগ ও মানবিক অনুভুতি। বিশেষ কোন মানুষের জন্য শক্তিশালী বহিপ্রকাশই হচ্ছে ভালবাসা। ভালবাসার অনুভুতি একেক জনের একেক রকম। তাই ভালবাসা বিভিন্ন রকম হতে পারে। তবে ভালবাসা যার যার অন্তর দর্শনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আবার ভালোবাসাকে বিপরীত দিক থেকে চিন্তা করলে ঘৃণার সাথেও তুলনা করা যায়। তখন বিষয়টা আরও জটিল হয়ে যায়। কারণ, ভালবাসায় যৌন ও শারীরিক লিপ্সা দুটি বিষয়। এখানেও মানবিক দিকটাই বেশি গুরুত্ব বহন করে।

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না



চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনির..মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোখা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবাইকে ছেড়ে না ফেরার দুনিয়ায় চলে গেলেন তারাএভাবে চলে যাওয়াটা কি মেনে নেয়া যায়? কোনভাবেই না..এভাবে আর কত?

নিজেদের ক্ষেত্রে সফলতার সর্বোচ্চটুকু দেখিয়েছেন এ মানুষগুলোএ মানুষগুলো.নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে দেশের নাম ছড়িয়ে দিয়েছেন দেশের বাইরেআরো কত কিছুই না দেবার বাকি ছিলো আমাদের এ দেশটাকে। আমরা হারালাম অনেক কিছুই, সত্যিই অনেক কিছুনা ফেরার দেশে গিয়ে এ মানুষগুলো আমাদের অনেক কিছু থেকেই বঞ্চিত করলো। তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।

এ দায় কার? প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমরা হারাচ্ছি অনেকগুলো মানুষকে
এসবের কি কোন প্রতিকার নেই? কে দেবে এর জবাব

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

My Favorite Movie

My Heart will go on 


Therere many movies I have seen. I love Romantic Drama Flims. Titanic is one of my favorite Romantic Drama movies. Titanic is a very gorgeous movie. It is an eternal Love story. In 1997 Titanic movie was Released. Titanic was Directed by James Cameron on a disaster of the biggest ship of the world in britain. Therere many starring this movie such as Leonardo Dicaprio, Kate wins-let, Billy Zane, Frances Fishers etc. I like Leonardo Dicaprio. He is really good actor. I like the song of Titanic by celion Dion. Titanic is really heart touching song and this is one of my favorite songs. I love this song. At first time when I saw this movie, Really I was really crying and I was very shocked. So I love this move.

বিশ্ব আদিবাসী দিবস




আজ মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস বরাবরের মত এবার ও নানা কর্মসূচি নিয়ে দিবসটি পালন করা হবে। দিবসটি পালিত হলেও আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নিবরং দিন দিন তাদের উপর জুলুম-নির্যাতন, ধর্ষণ, জমি দখল, নির্যাতন বেড়েই চলেছেধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করতে হচ্ছে তরুণীরা। 

আদিবাসী সম্প্রদায় অধিকাংশই গরীবভূমিহীন দিনমজুরশিক্ষার আলো প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো প্রবেশ করেনিঅনেক ক্ষেত্রে সভ্যতার ছোয়া লাগলেও এখনও পুরুষ আদিবাসীরা লজ্জা নিবারনের জন্য তারা কোন রকম পোশাক পরিধান করে থাকে। 

শনিবার, ৬ আগস্ট, ২০১১

বন্ধু দিবস



বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডের ইতিহাস:
প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করা হয়১৯১৯ সাল থেকে শুরু হয় এ দিবসউদ্যোক্তা ছিলেন, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় হলমার্ক কার্ডস এর প্রতিষ্ঠাতা জয়সি হলতার এ ধারাবাহিকতায় ক্রমেই মানুষ আগস্ট মাসের প্রথম রবিবার পালন করে আসছিল ফ্রেন্ডশিপ ডেএরপর যুক্তরাষ্ট্র কংগ্রেস ১৯৩৫ সালে আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের প্রথম রবিবার ঘোষণা করলো ফ্রেন্ডশিপ ডে হিসেবেতারপর থেকে এটি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বেযা বর্তমানে আমাদের বাংলাদেশেও সবাই পালন করেএকজন বন্ধু শুভেচ্ছা জানায় অন্য বন্ধুকে হেনরি এডামস বলেছিলেন, বন্ধু কখনো তৈরি হয় না, জন্মায়।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

স্বস্তির বৃষ্টি

আজ শুক্রবার। বাংলা শ্রাবণ মাসের ২১ তারিখ। আষাঢ়-শ্রাবন দুই মাস বর্ষাকাল। এই বছর বর্ষাকাল প্রায় শেষের পথে কিন্তু কাঙ্খিত বৃষ্টি নেই এই বছর। তারপরে ও বর্ষা আমাদের প্রাণের ঋতু। এই বর্ষায় আমাদের প্রানে জাগে স্বস্তির সঞ্চার।

মেঘলা আবহাওয়ায় দিনের শুরু আর সারা দিনের বৃষ্টিতে দিনটা ভালোই কাটল। তাও আবার ছিল ছুটির দিন। আর অবশেষে প্রচণ্ড খরতাপ আর ভ্যাপসা গরম শেষে নগরে কিছুটা স্বস্তি পাওয়া গেল। খাঁ খাঁ রোদ আর প্রচণ্ড গরমে দীর্ঘদিন অতিষ্ঠ থাকার পর আজকের বৃষ্টি খানিকটা হলেও মানুষের মনে স্বস্তি এনেছে। আজকের বৃষ্টিতে স্নাত হল রাজধানী, আমিও খানিকটা স্নাত হয়েছিলাম। 



আর এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা অস্বস্থিও লেগেছে। বৃষ্টি হলেই রাজধানীতে বেড়ে যায় মশার উৎপাত। এছাড়া বৃষ্টি এলেই ভেসে যায় নগরীর নিম্নাঞ্চল। দূরগন্ধ আর ড্রেনের পচা পানি পেরিয়ে যেতে হয় গন্তব্যে। পচা পানি ডিঙ্গানুর একমাত্র বাহন রিক্সা। এই সুযোগে রিক্সা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করে। এতো বিড়ম্বনার পরেও তারপরেও নগর জীবন থেমে থাকেনা। চলতে থাকে অবিরাম ধারায়।

বৃষ্টি হলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা। আর শুরু হয় সেই মনের এলোমেলো ভাব অপেক্ষা করে বসেছিলাম এইরকম ভাবটা আসার জন্যে। রীতিমত উপভোগ করছি এটা। সারা দিনের বৃষ্টিতে পুরা ভাবটাই ছিল পাঙ্খা পাঙ্খা। আমার একটা সমস্যা যখনই মনের মধ্যে পাঙ্খা ভাব চলে আসে তখনই ইচ্ছে করে হারিয়ে যেতে। যাক আজকে আর হারালাম না .....;) ;)

বুধবার, ৩ আগস্ট, ২০১১

স্বপ্ন নিয়ে কিছু কথা



স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে ঘুমন্ত অবস্থায় অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় আসল বলে মনে হয়। অধিকাংশ সময়ই দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্ন ভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ

স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে। এগুলো আমাদের কল্পনা হতে পারে, অথবা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে। সাধারনতঃ আমরা অনেক স্বপ্ন দেখি। তবে সবগুলো মনে থাকে না।

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

নারী ও সমুদ্রের পার্থক্য


নারী কি? বাংলা অভিধান ঘাঁটলে নারীর যে সমার্থক খুঁজে পাওয়া যায়-স্ত্রী, রমণী, ললনা, অঙ্গনা, কামিনী, মহিলা, ও সুন্দরী প্রভৃতি। নারী সুন্দর তাই সে রমণী, সুন্দরী। নারী কামনা জাগায় তাই সে কামিনী, নারী থাকে মহলে তাই সে মহিলা। নারী মাতা, ভগিনী, স্ত্রী ও সেবাদাসী। নারী নম্র, ভদ্র, শরৎ চন্দ্রের উপন্যাসের মত বুক ফুটে তো মুখ ফুটে না। নারী সম্ভবত মহা জগতের সবচেয়ে আলোচিত প্রাণী- কথাটি ভাবিজনিয়া উলফের। হাজারো শতক ধরে তর্কে তর্কে নারী যতটা স্থান জুড়ে রয়েছে অন্য কোন প্রাণী ততোটা নয়। নারীর পরাজিত সত্তাই নারীকে আলোচিত স্থান দিয়েছে।

রবিবার, ৩১ জুলাই, ২০১১

দিশেহারা আমি



আজকাল আমাকে কে যেন পেয়ে বসেছে, কেমন যেন একটা অবসাদ। মাথাটা কাজ করতে চায় না আজকাল, সব কিছু ভুলে যাই অল্পতেই। এই সতেরো -আঠারো বছরের জীবনে দিশেহারা হয়ে গেছি বোধ হয়!!! হ্যাঁ, তবে সেটা আনন্দে না, বেদনায়। নিজেকে ইদানীং কেমন জানি লাগে।


আমার প্রায়ই নিজেকে দিশেহারা মনে হয়। কিছুই ভালো লাগে না, কি করব তাও বুজতে পারি । যখন আমি চরম হতাশায় ভুগি তখন আমি বন্ধুদের সাথে আড্ডা দেই আর মাঝে মাঝে ঘুম দেই আবার গান শুনি, ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়ি। ব্লগার বন্ধুদের লিখা গুলো পড়লে নিজের মনের হতাশা ভাবটা কিছুটা দূর করা যায়। এই জন্য ব্লগার বন্ধুদের জানাই ধন্যবাদ।


মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নাকি সে দিশেহারা হয়ে যায়। মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজেকে অনেক বোঝা মনে হয় নিজের কাছেই। পৃথিবীর সব কিছুই মনে হয় প্রবঞ্চনা করছে। সবাই যেন উপহাস করছে। নিজের কষ্ট গুলো এমন থাকে যেগুলোকে প্রকাশ করা যায় না। সত্যিই আজ আমি আজ দিশেহারা.........:(
এখন শুধু একটা গানই মনে পড়ে,
"যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা"



বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

যখন আমি একা

আমি কেমন যেন বদলে যাচ্ছি। একরম অন্যমনষ্কতা, অগোছালো, এবং অসম্পূর্ণতা ভাব আমার মধ্যে কাজ করতেছে। যখনই একা থাকি তখনই নানা রকম ভাবনা মনের মধ্যে আসে। এত ভেবে ভেবে ঠিক করি এবার কিছু একটা করব। কিন্ত এর পরে আর কিছু করতে পারিনা। কেমন আলসে হয়ে গেছি।


যখন আমি কাউকে বলি, আমি মাঝে মাঝে একা থাকি, তখন সবাই একটা কথাই বলত। একা

সোমবার, ২৫ জুলাই, ২০১১

মেঘপরি


খুব একটা মিশুক নই আমি । একা থাকতেই ভালবাসি। পুরোপুরি একা নই আমি। আমার বুকের ভেতর একটা পরির বাস। আর সেটা নীল বা লাল পরি না। পরিটা হচ্ছে মেঘপরি! মেঘের মত শেত শুভ্র বলে নাম দিয়েছি মেঘপরি। মেঘের সঙ্গে ওর অনেকটা মিল আছে। আমি যেমন কখনো মেঘ ছুতে পারি নাই। কেমন করে পারব, সব পরি তো মেঘপরি হয় না। তাই কল্পনায়ই পরি আমাকে ভালবাসে, শাসন করে, ঘুম না এলে ঘুম পাড়ানি গান শোনায়।
একদিন ক্লাস থেকে বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে । আমার মন খারাপ। আকাশের দিকে তাকাতেই দেখি মেঘপরি। তারপর মেঘপরি সত্যিকার ভাবে নিচে নেমে এল। তারপর আমার হাতে হাত রাখল । মেঘপরি যখন আমার হাতে হাত রাখল তখন আমি সব ভুলে যাই। ভুলে যাই আমি মিশুক, আমি একলা পথিক।
পরের বর্ষা আসার আগেই আমার মেঘপরি মেঘ হয়ে চলে গেল। যখন আকাশে বৃষ্টি নামে আমি তখন বৃষ্টিতে ভিজি। সবাই আমাকে পাগল বলে। ওরা জানে না আমার মেঘপরি মেঘ হয়ে আমাকে ছুতে আসে। মেঘপরির অশ্রুতে আমি ভিজে যাই। আর গন্তব্যহীন পথে হাটি আর বিড় বিড় করি,
I love to cry in the Rain Because nobody knows I’m crying.

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

সজল বর্ষা……

''আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করে
মায়ার কাজল চোখে, মমতায় বর্মপুট ভরি'' 

শত দুর্ভোগের পরেও বাঙালির প্রাণের ঋতু বর্ষা।
তারপরও মাঝে মাঝে বৃষ্টি আমাদের নিয়ে যায় শৈশবের দুরন্ত দিন গুলোতে চলতি বছর কাঙ্কখিত বৃষ্টি নেই। বৃষ্টি হলেই মনে পড়ে ছোটবেলার গান "বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান......"

গ্রীষ্মের দিন গুলোতে মানুষ যখন অসহ্য গরমে ছটফট করে তখন বর্ষা আসে প্রবল গরজনের মাধমে মনে আতঙ্ক জাগিয়ে । বাংলার আকাশ ও বাতাস এক নতুন খেলায় মেতে ওঠে। গুরু গুরু গরজনে চারদিক মুখরিত হয়। আকাশের বুক চিরে বৃষ্টি নেমে আসে। আর প্রকৃতি সাজে নতুন সাজে। মাঝিদের কনঠে ওঠে ভাটিয়ালি গান। আর কৃষক ব্যস্ত থাকে ফসল তোলার কাজে।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

শ্রাবণের দিন



আজ শ্রাবণের তৃতীয় দিন গেল। সকাল থেকেই বৃষ্টি ছিল । আর শ্রাবণের ভাল-মন্দ লাগার দিন গুলো শুরু হয়ে গেল। শ্রাবণের আকাশের সাথে আমার মনের একটা ঘনিষ্ঠতা আছে। আকাশে মেঘ দেখলেই আমি উদাসী হয়ে যাই। ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে কোথাও। আর মনে পড়ে অতীতের ফেলে আসা দিন গুলোর কথা। যদি এই শ্রাবণের প্রথম দিন বৃষ্টি হয়নি তারপরও মনে হচ্ছে শ্রাবণ মাসের সূচনা উৎসব ভালই হল। সবাইকে শ্রাবণের বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা। আর বৃষ্টির দিনে আমি সবাই গান শুনতে পছন্দ করে। সবার মত আমি ও পছন্দ করি গান শুনতে আর ভেসে বেড়াতে আমার স্মৃতির পাতায়। আমার পক্ষ থেকে সবার জন্য আমার পছন্দের একটা গান। শুভেচ্ছা সবাইকে।

শনিবার, ১৬ জুলাই, ২০১১

Just Rain

well, yesterday I went to some place by motorcycle with my friend.  It was noon, when the sun was exactly over my head. It was really really hot, I was burning' up at the time  Moreover, I’m hungry and I didn’t really mind about the food or drink in the side of the street, but I was getting dizzy. I'm not telling a lie. My head was so heavy, my eyes was hard to open, my body was so weak. I was like a Mango Jose   by the heat of the sun! Then I drink a glass of Mango Jose.
That was at the noon, I was burning. But look at the afternoon! Duddenly, the sky is cloudy and the rain was falling down to the earth  and now I wasn't burning anymore. I was caught by the rain.I have just come out from my friend's home to get some food outside...but finally, I just got the rain.....

Hmm I love rain and long time feeling and touching the rain directly. Rain is very important in your life , and also in my life. Rain is really bliss and i love it.


well, that's the weather in Dhaka now, making us confused, sometimes we prepare an umbrella but who knows it'll be shining then. so, better if you prepare a sun block too beside the umbrella....




বুধবার, ১৩ জুলাই, ২০১১

অবাক কাণ্ড…!!!

সত্যিই অবাক কাণ্ড। ২০১১ সালের জুলাই মাসটিতে ঘিরে রয়েছে রহস্যের ছায়া। কারণ, এ মাসে রয়েছে পাঁচটি শুক্রবার, পাঁচটি শনিবার ও পাঁচটি রোববার। সময়ের পরিক্রমায় দীর্ঘ ৮২৩ বছর পরই কেবল এমনটি ঘটে। এ অদ্ভুত বিষয়টিকে চীনে বলা হয় মানি ব্যাগস। 
এ বছরে এমন চারটি তারিখ রয়েছে যেটা আমাদেরকে সত্যিই বিস্মিত করবে। আমরা এভাবে হয়তো চিন্তাই করিনি। এর মধ্যে দুটি আমরা পার করে এসেছি, দুটি আছে সামনেএ চারটি তারিখ হলো১/১/১১, ১/১১/১১, ১১/১/১১, ১১/১১/১১

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

Rain is my life


I love Rain,this is a most beautiful same time it will act according to human emotions. Rain is only nature that have a invisible bond with every humans. Some people love rain ,some may not . Rain is very important in your life , and also in my life. In my childhood I like to play with rain , it will also play with us. It will be like friend to us by closing our schools by splashing heavy rain,it will understand our childhood characters. When I grew up I felt that rain also growing with me ,have u ever listened to sounds of rain , it was quietly amazing ,peace that sounds gives you refreshment of your life. Rain will pour according to person moods , you can notice clearly like when you are happy just watch the rain you will feel it.

In rainy days usually I will like to listen to rain sounds in evening time near window having some coffee by waving about past memories in my mind , really i love that moment. Listen to the rain outside the window, its the short life flickers, its also a life process. Its one kind of leisure, one kind of relaxation. In such leisure and relaxation, calmly experience the real nature, the feeling becomes aware the life confusion and clearness. Perhaps, this is is another kind of life attach!.With rain i always find myself ,with rain , i always find the peace.I will take myself to experience with it much more !!!!Rain is really bliss and i love it :) :) :) 

শনিবার, ৯ জুলাই, ২০১১

মায়ের লাগিয়া

''মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই 
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই''

মা হল পৃথিবীর সবচেয়ে আপনজন। এই পৃথিবীতে মা ছাড়া কেউ তাঁর সন্তানকে ভাল ভাবে ভালবাসে না। মায়ের ভালবাসার মধ্যে আছে প্রকৃত সুখ। দূর গাঁয়ে ফেলে আসা মায়ের মুখ, মায়ের স্নেহ ছায়ায় বেড়ে ওঠার সুখ, মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা, কিংবা আকাশের ওপারে আকাশ, বাতাশের ওপারে বাতাশ পেরিয়ে দূর অজানায় পাড়ি জমানো মায়ের সৃতি।  এসবই কি আমাদের পোড়ায় প্রতি নিয়ত ? হু হু করে ওঠে বুকের ভেতরটা। আর যখনই মায়ের কথা মনে পড়ে মনের অজান্তেই চোখ ভিজে যায়। ইচেছ করে ছুটে যাই মায়ের কাছে.......